রাস্তা পারাপারের একমাত্র ভরসা বাঁশের সাঁকো

 অরণ্য, ঝাড়গ্রাম - ৪ঠা এপ্রিল:


ঝাড়গ্রামে পুতরুঙ্গী খালের উপর বাঁশ এর সাঁকোতে চলছে ঝুঁকির পারাপার। ঝাড়গ্রাম ব্লকের ছোট চাঁদাবিলা এলাকায় পুতরঙ্গী খালের উপর এলাকার বাসিন্দারা নিজেদের যাতায়াত করার জন্য  নিজেদের উদ্যোগে তৈরি করেছেন  বাঁশ  দিয়ে বাঁশের একটি সাঁকো। সেই বাঁশ এর সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে গ্রামবাসীরা যাতায়াত করেন। যার ফলে প্রতি নিয়ত ওই এলাকায় দুর্ঘটনা ঘটতে থাকে। এমন কি মৃত্যুর ঘটনাও ঘটেছে।  সেই সঙ্গে এলাকার স্কুল পড়ুযারা বাঁশের সাঁকো পেরিয়ে বিদ্যালয়ে যেতে সমস্যায় পড়ে। এমন কি কোন মানুষ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হয়  ওই এলাকার বাসিন্দাদের। এভাবেই এলাকার বাসিন্দাদের জীবনের ঝুঁকি নিয়ে  বাঁশের সাঁকো পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। তাই ওই এলাকায় একটি সেতু নির্মাণের দাবি এলাকার বাসিন্দাদের দীর্ঘ দিনের। প্রায় ২৫ টি গ্রামের মানুষ ওই বাঁশের সাঁকো পেরিয়ে যাতায়াত করেন। তাই কবে ওই এলাকায় সেতু নির্মাণ হয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। 

২০১৮ সালে বর্ষার সময় এই খালের উপর একমাত্র সংযোগ কারি ব্রীজ টি ভেঙে যায়। তার পর থেকে বেহাল অবস্থা।বারবার বলা সত্ত্বেও ওই এলাকায় সেতু নির্মাণ হয়নি। সেতু নির্মাণের দাবিতে পথ অবরোধ, বিক্ষোভ সহ একাধিক কর্মসূচি পালন করেছেন এলাকার বাসিন্দারা, তাতে ও টনক নড়েনি প্রশাসনের।জেলাপরিষদ এর সভাধিপতি চিন্ময়ী মারান্ডি কে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি এক কোটির ২৮ লক্ষ্য টাকা বরাদ্দ করা হয়েছে। দ্রুত কাজ শুরু হবে। তবে এই শুরু না হওয়া পর্যন্ত বিশ্বাস করছেন না গ্রামবাসী রা। তাই আগামী দিনে সেতু নির্মাণের দাবিতে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন এলাকার বাসিন্দারা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.