দিব্যেন্দু গোস্বামী , কলকাতা- ৩রা এপ্রিল:
মহামান্য কলকাতা উচ্চ আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট বার বার এসএসসি কে সময় দিয়েছে যোগ্য ও অযোগ্য চাকুরিরত শিক্ষকদের আলাদা করার জন্য। ৫ই মে ২০২২ এ এই দুর্নীতিগ্রস্ত সরকারের ক্যাবিনেট অযোগ্যদের বাঁচানোর জন্য সুপারনিউমারারি পোষ্ট তৈরী করেছিল। বিরোধী44 ও এই বিষয়ে সঠিকভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে দেওয়ার দাবী জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আপনারা যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা আলাদা করে মহামান্য আদালত কে জমা দিন, নচেৎ অযোগ্যদের জন্য যোগ্যরা বিপদে পড়বেন ও তাদের পরিবারগুলি ভেসে যাবে, সামাজিক সম্মান নষ্ট হবে।
আজ মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য কলকাতা উচ্চ আদালতের রায় কে মান্যতা দিয়ে ২০১৬ এর এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশ বহাল রাখল। অর্থের বিনিময়ে চাকুরিরত অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হল। এর সম্পূর্ণ দায় ভার মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জীর। অবিলম্বে মমতা ব্যনার্জীর পদত্যাগ ও গ্রেফতারের দাবি করেন তিনি।