অরণ্য, ঝাড়গ্রাম-২রা এপ্রিল:
গরম পড়তে না পড়তেই তীব্র জল সঙ্কট দেখা দিচ্ছে বহু জায়গাতেই। বিনপুর দু'নম্বর ব্লকের সন্দাপাড়া গ্রাম পঞ্চায়েতের সন্দাপাড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই পানিয় জলের সংকটে ভুগছেন । পানীয় জলের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।
এলাকায় কল থাকলেও জল পড়ে না টাইম কলে, নিয়মিত জল দেয় না। ফলে গরমের মধ্যে এলাকায় দেখা দিয়েছে তীব্র জল সংকট।এদিন পঞ্চায়েত অফিসের কর্মীদের বাইরে বের করে গেটের প্লেকার্ড ঝুলিয়ে তালা ঝুলিয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বেলপাহাড়ি থানার পুলিশ।
ঠিক করেছে তালা দিয়ে।
ReplyDelete