অরণ্য, ঝাড়গ্রাম- ১৩ই এপ্রিল:
ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে জেলার স্কুলগুলির ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল ছাত্র কনভেনশন সংগঠিত হয় বারিক লজ গোপীবল্লভপুরে , উদ্যোক্তা এসএফআই। কুমুদ কুমারী ইনস্টিটিউশন সহ মোট ৩৬ টি স্কুল থেকে ৯০ জন পড়ুয়া অংশগ্রহণ করে এই কনভেনশনে। জেলার বিভিন্ন স্কুল বন্ধ, বেশ কিছু স্কুলে কিছু বিষয় সহ সমগ্র বিভাগ উঠে গেছে, আদিবাসী হোস্টেল বন্ধ, বিভিন্ন স্কলারশিপ বন্ধ, শিক্ষায় বেসরকারীকরণ- বানিজ্যিকীকরণের প্রবনতা, শিক্ষকহীনতা - নিয়োগে দূর্নীতি, ফিজ্ বৃদ্ধি, স্কুলছুটের ব্যপক প্রবনতার বিরুদ্ধে সর্বত্র আন্দোলন সংগ্রাম গড়ে তোলার ডাক জোরালো হয় এই কনভেনশন মঞ্চ থেকে। সম্মিলিত সিদ্ধান্তে জেলা স্কুল ছাত্র টীমের যুগ্ম আহ্বায়ক হলেন উজান দাস ও উজ্জ্বল মাহাত।
অবিলম্বে যোগ্য শিক্ষকদের পুনর্বহাল করার দাবীর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ব্যপক দূর্নীতি, জাতির মেরুদণ্ড তথা সমাজ গড়ার কারিগর শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জ ও লাথিচার্জের বিরুদ্ধে পুলিশমন্ত্রীকে জবাব চেয়ে - ধিক্কার জানিয়ে ও দূর্নীতিগ্রস্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিলে সামিল হয় পড়ুয়ারা।
উপস্থিত ছিলেন এসএফআই এর মুখপত্র ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদক রাজ্য নেতৃত্ব সৌভিক দাসবক্সী, জেলা সম্পাদক মধুশ্রী মজুমদার, জেলা সভাপতি রজত ঘোষ প্রমুখ।