জ্বলন্ত সলাকা ছুঁড়ে হাতি তাড়াচ্ছে হুলাপার্টি

 নিজেস্বসংবাদদাতা , ঝাড়গ্রাম-২রা এপ্রিল:


হাতি তাড়াতে হুলাপার্টি হাতিকে জ্বলন্ত সলাকা ছুঁড়ে মারছে। আর গতকাল রাতের এই ঘটনা আবার মনে করিয়ে দিলো গতবছর ১৫ ই আগষ্ট কে। সেদিনোও হুলাপার্টির জ্বলন্ত সলাকা বিদ্ধ হয়ে মৃত্যু হয়ে ছিলো এক মা হাতির। তার পরও যে বনদফতর বা হুলা পার্টির এক চুলও শিক্ষা নেয়নি ।সেই একই অভিযোগ করছেন গ্রামবাসীরা। স্থানীয় হুলাপার্টির সদস্য দের অভিযোগ, হুলা নিয়োগের নামে ব্যাপক দূর্নীতি হয়েছে। স্থানীয় অভিজ্ঞ লোকদের বাদ দিয়ে জেলার বাইরের লোকদের টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে।যাদের হাতি সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই। তাদের কাজের ফলে হাতি 



উত্যক্ত হচ্ছে। তার ফল ভোগ করতে হচ্ছে গ্রামবাসীদের। হাতি আরো আক্রমনাত্ত্বক হয়ে হামলা চালাচ্ছে গ্রামে। নষ্ট করছে ফসল। প্রানহানী আহতর সংখ্যা বাড়ছে। গতকাল রাতে কলাইকুন্ডা রেঞ্জের এর কাছে NH6 পার করে মানিকপাড়া রেঞ্জ হয়ে রেললাইন পার করে চাঁদরারেঞ্জের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনায় ড্রাইভ শুরু হয়েছিলো।মানিকপাড়া রেঞ্জ পার করার সময় এই ঘটনা লক্ষ্য করা যায়। এই ছবি সামনে আসতেই  তীব্র সমালোচনা করছে এলাকার সাধারন মানুষ থেকে শুরু করে হুলা পার্টির সদস্যরা। অভিযোগ পরিকল্পনা হীন ড্রাইভা এর ফলে ছোটো ছোটো দলে ভাগ হয়ে আরো ছড়িয়ে পড়েছে হাতির দল। এই মূহুর্তে মানিকপাড়া রেঞ্জ এর পেচাপাড়া, কুমারির জঙ্গলে, NH6 পেরিয়ে ঝাটিয়ারার জঙ্গলে, বালিভসা বিটের বড়া সুলির জঙ্গলে। বিক্ষিপ্ত ভাবে প্রায় ১০০ টার কাছাকাছি হাতি অবস্থান করছে বলে অভিযোগ গ্রামবাসীদের।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.