হীরার পাঠশালা

 দিব্যেন্দু গোস্বামী, হুগলি - ১৭ই মার্চ:



হীরালাল সরকার বয়স ৩৬, হুগলি জেলার বলাগড়ের সোমরাবাজারের বাসিন্দা। ২০১৩ সালে সিভিক ভলান্টিয়ার হিসেবে নিযুক্ত হন হুগলি গ্রামীণ জেলায়। বর্তমানে মগরা সাব-ট্র্যাফিক গার্ডে কর্মরত। ডিউটি করেন নাটাগড় শীতলাতলা এলাকায়, যেখানে মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। যাঁদের রোজগার মূলত দিনমজুরি থেকে, সন্তানদের কোনওমতে স্কুলে পাঠাতে পারলেও গৃহশিক্ষক নিয়োগ করা যাঁদের কাছে বিলাসিতা। হীরালাল ডিউটির ফাঁকেই স্থানীয় বাচ্চা ছেলেমেয়েদের জন্য গড়ে তুলেছেন পাঠশালা। খুবই সামান্য আয়োজন, রাস্তার পাশেই পাটকাঠির বেড়া দিয়ে তৈরি করেছেন একটি চালাঘর। এই চালাঘরই এলাকায় পরিচিত 'হীরার পাঠশালা' হিসাবে, যেখানে রোজ সকাল সাড়ে ৯ টা থেকে পৌনে ১১ টা পর্যন্ত বাচ্চাদের পড়ান হীরালাল। খুদেদের উৎসাহ দেওয়ার জন্য নিজের সামান্য বেতনের টাকা থেকেই মাঝেমাঝে লজেন্স আর বিস্কুটও কিনে দেন হীরালাল।

Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.