অরণ্য, ঝাড়গ্রাম- ৩১শে মার্চ:
ঝাড়গ্রাম শহরে জুড়ে মিছিল হয় ব্রিগেডের লক্ষে।ফের লাল পতাকা উড়তে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম জেলায়। বর্তমান সরকারের আমলে এই প্রথম ফের প্রত্যন্ত গ্রামেও লালপতাকার মিছিল চোখে পড়ছে। এবার ব্রিগেড সমাবেশে উল্লেখযোগ্য কর্মী নিয়ে যাওয়ারা জন্য তৃনমূল স্তরে কর্মসূচী পালন করছে বামফ্রন্ট।
ঝাড়গ্রামে ব্রিগেড এর প্রস্তুতি চোখে পড়া মতো । শ্রমিক, কৃষক, বস্তি সংগঠন এর ডাকে সি আই টি ইউর তরফে ঝাড়গ্রাম শহরে মিছিল করে। কেন্দ্রীয় সরকারের শ্রমকোড বাতিল, বেসরকারি করণ, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, রাজ্য সরকারের দুর্নীতি, অভয়া কাণ্ডের প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আগামী কুড়ি এপ্রিল ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার আহবানে এই মিছিল। মিছিলের নেতৃত্ব দেন পার্থ যাদব।