বিট অফিসারকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ২

অরণ্য  ,ঝাড়গ্রাম- ২১ মার্চ:


সরকারি কাজে বাধার অভিযোগে গ্রেপ্তার করা হলো দুই যুবককে। রাতে হাতির গতিবিধির উপর নজরদারির সময় বিট অফিসারকে মারধর করা হয়। তাদের ব্যবহারিত গাড়ি টি ওয়াইল্ড লাইফ প্রটেকশন এক্টে বাজেয়াপ্তা করা হয়েছে। ঝাড়গ্রামের ডি এফ ও উমর ইমাম জানান ওয়াইল্ড লাইফ প্রটেকশন এক্ট বন্য জন্তুকে বিরক্ত শিকারের  উদ্দেশ্য সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ।  অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে আক্রান্ত বাঁশ তলার বিট অফিসার প্রতীক মারান্ডি জানান গতকাল রাতে হাতির গতি পথে নজর দারি করার সময় জঙ্গলে গাড়ির ভেতর মদ্য পান করছিলেন সেই সময় তাকে সরে যেতে বললে তারা তরকা তর্কি শুরু করে হটাৎ করেই আমাকে আক্রমন করে আমাকে মার ধর করে আমার হাত এবং চোখে আঘাত লাগে ঝাড়গ্রাম হাসপাতালে চিকিৎসা চলছে ।


র্ধতন কর্তৃপক্ষ কে বিষয়টি জানালে ঝাড়গ্রাম থেকে অভিযুক্তদের গ্রেপ্তার  হয় । যদিও অভিযুক্তর আইনজীবী জানান তার মক্কেলরা নির্দোষ। জঙ্গল রাস্তা দিয়ে যাওয়ার সময় বিট অফিসার দার করায়। তখন কিছু তর্কাতর্কি হওয়ায় তাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ দায়ের করা হয়। শিকার করতে গেলে তার অস্ত্র থাকতে হয়। এই সমস্ত কিছুই ছিলো না। দেখাতেও পারেনি বনদফতর। বর্তমানে দুজন কেই ইন্টিরিম বেলে মুক্তি দিয়েছে মহামান্য আদালত।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.