ভুয়ো রেড, আয়কর দফতরের অফিসার সেজে

 দিব্যেন্দু গোস্বামী, কলকাতা-৩০শে মার্চ:

বিধাননগরে 'Special 26'-এর কায়দায় ভুয়ো ইনকাম ট্যাক্স রেড, ধৃত CISF-এর ৫ কর্মী সহ ৮! ঘটনা বাগুইহাটি থানার, দিনদশেক আগের। আয়কর দফতরের অফিসার সেজে ভুয়ো রেড, যাতে যুক্ত CISF-এর অফিসার-কর্মী। টাকা-গয়না নিয়ে চম্পট কোনও seizure list ছাড়াই। কীভাবে হয়েছিল এই দুঃসাহসিক 'অপারেশন', কীভাবে ধরা পড়ল চক্রীরা, দেখুন সঙ্গের ভিডিওয়।


সেক্টর ফাইভে বিধাননগর পুলিশের অভিযান, বেআইনি কল সেন্টারের পর্দা ফাঁস, উদ্ধার ৬৭ লাখ টাকা, গ্রেফতার ৩ বিধাননগরের সেক্টর ফাইভে অবৈধ আন্তর্জাতিক কল সেন্টারের পর্দা ফাঁস। গ্রেফতার তিন, উদ্ধার প্রায় 67 লক্ষ টাকা এবং অন্যান্য অনেক মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদি। কীভাবে চলত জালিয়াতির কারবার? ধরা পড়ল কীভাবে ? দেখুন সঙ্গের সাংবাদিক সম্নেলনে। দুর্দান্ত এই সাফল্যের জন্য অভিনন্দন বিধাননগর পুলিশকে।

      




Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. এইরকম ঘটনা বেশ বেড়ে গেছে, খুবই সতর্ক থাকা উচিত।

    ReplyDelete