ব্রাত্য : প্রতিবাদ মিছিল

 অরণ্য, ঝাড়গ্রাম-৮ই মার্চ:

ছাত্রসংসদ নির্বাচন বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হল। জেলার কলেজগুলি থেকে মোট ৫৫ জন ছাত্রছাত্রী এই কর্মশালাতে উপস্থিত ছিলেন।ভারতের ছাত্র ফেডারেশন (SFI), ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে  সংগঠনের জেলাকেন্দ্রে আলোচকের ভূমিকায় ছিলেন SFI ঝাড়গ্রাম জেলা প্রাক্তন সম্পাদক এবং ঝাড়গ্রাম রাজ কলেজ ছাত্রসংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সৌতম মাহাত।


তিনটি দাবিকে সামনে রেখে ঝাড়গ্রাম শহরে একটি মিছিল সংগঠিত হয়।
দাবিগুলি ছিল :-
★ অবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
★ অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচনের তারিখ প্রকাশ  
  করতে হবে।
★ অবিলম্বে ক্রিমিনাল ব্রাত্য বসুকে গ্রেফতার করতে হবে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন SFI জেলা সম্পাদক মধুশ্রী মজুমদার এবং জেলা সভাপতি রজত ঘোষ প্রমুখ।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.