দিব্যেন্দু গোস্বামী, যাদবপুর-৩শ রা মার্চ:
যাদবপুরে তুলকালাম। মন্ত্রীর গাড়িতে আহত হল এক ছাত্র। তাকে ভর্তি করানো হয়েছে কলকাতা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকালে যাদবপুর ইউনিভার্সিটিতে তৃণমূল কংগ্রেসের অধ্যক্ষ সমাবেশ ওয়েবকোপা অর্থাৎ অধ্যাপকদের সংগঠন তারা একটি সম্মেলনের আয়োজন করেছিলেন যাদবপুর ইউনিভার্সিটিতে। যোগ দিতে এসেছিলেন অধ্যক্ষরা। সেই সময়ই একদিকে এসএফআই এবং অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদ দাঁড়িয়েছিলেন। তাদের দাবি দাওয়া আদায় করে নেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে যখনই এসে উপস্থিত হন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সেই সময়ে আগুন জ্বলে ওঠে যাদবপুর ইউনিভার্সিটিতে। ছাত্ররা শিক্ষামন্ত্রীকে দেখেই স্লোগান দিতে আরম্ভ করে এবং গাড়ির পিছু ধাওয়া করে। গাড়িটি তাড়াতাড়ি চালাতে গিয়ে সামনে পড়ে যায় একটি ছাত্র সেই ছাত্রর চোখে আঘাত লেগে যায়।
যাদবপুরের এই ঘটনার জেরে প্রতিবাদে ঝাড়গ্রাম এসএফআই এর বিক্ষোভ মিছিল। পাল্টা মিছিল তৃনমূলের। উত্তেজনা, জানজট। বিকেল সাড়ে চারটায় এসএফআই পার্টি অফিস থেকে মেন রোড দিয়ে মিছিল করে সুই গ্যারেজ এর সামনে অবস্থান। প্রতীকি পথ অবরোধ করে তারা। সাময়িক যান চলাচল ব্যাহত। শিক্ষামন্ত্রীর ছবি জ্বালিয়ে প্রতিবাদ। পাশাপাশি শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদে তৃনমূলের শিক্ষক সংগঠন এর মিছিল ঝাড়গ্রামে। মিছিল করে ঝাড়গ্রাম শহর প্রদক্ষিণ করে শিক্ষক শিক্ষিকারা। দোষিদের শাস্তির দাবিতে মিছিল শিক্ষক সংগঠন এর। মিছিল পাল্টা মিছিলে কিছুটা জনজীবন বিপর্যস্ত। তবে দুটো মিছিল কিছুটা সময়ের ব্যবধানে হওয়ায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।