কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই শুরু হল উচ্চমাধ্যমিক

 নিজেস্বসংবাদদাতা ,ঝাড়গ্রাম-২রা মার্চ :

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হল ২০২৫ এর  উচ্চ মাধ্যমিক পরীক্ষা।জেলার সমস্ত জঙ্গল রাস্তা ইতিমধ্যে দখল নিয়েছে বনদফতর ও পুলিশ। সমস্ত জঙ্গল রাস্তা কনভয় করে পার করে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। বাড়ি ফেরার সময় ওই একি রকম পাহাড়া থাকছে।


ঝাড়গ্রাম এর পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানান----
জেলার আটটি থানা কেই নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত ফোর্স ও সিভিক যেনো রাস্তায় থাকে। কারো কোনো অসুবিধা হলে তৎক্ষনাৎ তাকে যাতে সহায়তা করা যায়। প্রতিটা থানা এলাকায় পুলিশ একাধিক অ্যাসিস্টেন্ট বুথ করা হয়েছে। রাস্তায় টহল দিচ্ছে মোবাইল ভ্যান। নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল।


এবার স্কুলে ঢোকার ক্ষেত্রে ও আরো বিধিনিষেধ আছে। এবার কেউ কোনোরকম হাত ঘড়িও ব্যবহার করতে পারবে না। রুমে লাগানো আছে সিসি ক্যামেরা। ঢোকার সময় মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে তবেই ভেতরে ঢোকানো হচ্ছে।
জঙ্গল এবং রাস্তায় ব্যবস্থাপনা নিয়ে খুশি। প্রশ্নপত্র যাতে লিক না হয় তার জন্য শিক্ষাদপ্তরে  ব্যবস্থাপনায় ও খুশি অভিবাবকরা।
Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. এত কড়াকড়ি এই প্রথম মনে হয়।

    ReplyDelete