প্রতিবন্ধকতা কে সরিয়ে শুরু হতে চলছে উচ্চমাধ্যমিক ২৫এর

 নিজেস্বসংবাদদাতা- ২রা মার্চ:

আগামীকাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। কয়েক লক্ষ পরীক্ষার্থী বসতে চলেছেন জীবনের দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায়। কাল সকাল থেকেই পরীক্ষার্থীরা রওনা দেবেন নিজের নিজের পরীক্ষা কেন্দ্রে, বিভিন্ন স্কুল । দুৰ্ভাগ্যের, কালই একটি রাজনৈতিক সংগঠনের তরফে রাজ্য জুড়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে যতই খারাপ পরিস্থিতি হোক না কেন মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই দুটি বর্তমানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ করে দেয় ।সেখানে এই ধরনের হঠাৎ করে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বন্ধ ডেকে আরো বেশি পিছনে পড়ে গেল বিশেষ একটি রাজনৈতিক দল। পরীক্ষার্থীদের অভিভাবক এবং অভিভাবিকারা জানিয়েছেন শুধু পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের প্রতিকূলতায় ফেলে, এমন কোনও কর্মসূচি ছাত্রছাত্রীদের স্বার্থে হতে পারে না। নির্বিঘ্নে এবং নিরাপদে যাতে কাল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন, সেটাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই উদ্দেশ্যে কাল রাজ্যের সর্বত্র সকাল থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে প্রত্যেকটি জেলায় জেলায়। পরীক্ষাকেন্দ্র গুলিতে থাকবে বাড়তি নজরদারি, এবং সিসিটিভি ক্যামেরা বসানো থাকবে। 


বিভিন্ন পুলিশ স্টেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের অনুরোধ, রাস্তায় কোনওরকম অসুবিধেয় পড়লে নিকটবর্তী পুলিশকর্মীদের সাহায্য নিন, পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারেন, সে দায়িত্ব পুলিশ কর্মীদেরও। পরীক্ষার্থীদের স্বার্থ বিঘ্নিত হয়, এমন যে কোনও কর্মসূচিতে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।


এবার নতুন নিয়ম দিয়ে চেক করে সমস্ত ছাত্র ছাত্রীদের স্কুলে প্রবেশ করাতে হবে। সেই অনুযায়ী শিক্ষা পর্ষদ থেকে প্রত্যেক স্কুলকে মেটাল ডিটেক্টর ও পাঠানো হয়েছে। ঘড়ি পড়ে এবার ক্লাস রুমে যাওয়া নিষিদ্ধ। সমস্ত স্কুলে ব্যবস্থা রাখতে হবে। পুলিশ প্রশাসনের তরফ থেকেও নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। জেলা জুড়ে ইতিমধ্যে মাইকিং শুরু হয়েছে। সমস্ত রকম ব্যবহার ইলেকট্রিক জিনিস নিষিদ্ধ। পরীক্ষা চলাকালীন  সমস্ত জেরক্স সেন্টার বন্ধ রাখার নির্দেশ। প্রত্যেকটা মোড়ে মোড়ে রাখা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স। কোনও পরীক্ষার্থী যদি কোন রকম সমস্যায় পড়েন তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া সিভিক দিয়ে বা পুলিশ সাহায্য করে দেবেন ওই ছাত্রছাত্রীদের। জঙ্গল রাস্তা পারাপারের জন্য থাকছে বনদপ্তরের বিশেষ ব্যবস্থা। বাঘ এবং হাতি যে সমস্ত এলাকায় রয়েছে সেসব জঙ্গল রাস্তায় ফরেস্ট কর্মীরা পাহারায় থাকবেন। ঐরাবত গাড়ি বা আলাদা করে গাড়ির ব্যবস্থা করে পরীক্ষার্থীদের জঙ্গল রাস্তা পার করে দেয়া হবে নিরাপদে। এছাড়াও থাকবে মোবাইল ব্যবস্থা সমস্ত জঙ্গল রাস্তায় টানা টহলদারি চলবে যতক্ষণ না পরীক্ষার্থীরা বাড়ি ফিরছে। সব মিলিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে স্কুল থেকে শুরু করে পুলিশ বনদপ্তর এবং জেলা প্রশাসন সমস্ত রকম ব্যবস্থাপনা প্রস্তুত করে রাখছেন।

 

Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. এই বছর খুবই kora গার্ড হতে চলেছে।

    ReplyDelete