পালিত হল সহিত দিবস

অরণ্য, ঝাড়গ্রাম- ১৫ই ফেব্রুয়ারি:



২০১০সালের ১৫ ই ফেব্রুয়ারী শিলদা ইএফআর ক্যাম্পে হামলা চালায় মাওবাদীরা তাতে ২৪ জন ইএফআর জওয়ান শহীদ হন। লুঠ হয় পুলিশের অস্ত্র।যা তৎকালিন সময় মাওবাদী হামলায় সবচেয়ে বড় ঘটনা দেশের মধ্যে।
একমাত্র এরাজ্য যেখানে এত কম সময়ে মাওবাদী সমস্য সমাধান হয়েছে। মাওবাদী মুক্ত কারণ সরকারের একাধিক প্রকল্প, পুলিশে নিয়োগ এবং পুলিশের কর্মীদের  সুসংগঠিত কাজের জন্য শান্তি ফিরেছে জঙ্গল মহলে।
 


তার পর থেকে এই দিন টা স্মরন করা হয় শহিদ দিবস হিসেবে। আজ ডিজি পি রাজিব কুমার সহ উপস্থিত ছিলেন এডিজি লএন্ড অর্ডার জাভেদ শামিম, এডিজি সিআইএফ অজয় নন্দা সহ একাধিক ডিআইজি ও ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা।
গান স্যালুট দিয়ে শহিদ দের সম্মান জানানো হয়। প্রতিটা জওয়ানের নামে লাগানো ২৪ টা গাছে জল দেন।  তার পর শহিদ পরিবারের হাত দিয়ে দুঃস্থ মানুষের হাতে না না প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.