দুর্ঘটনার কবলে সৌরভের গাড়ি

 দিব্যেন্দু গোস্বামী , বর্ধমান-২১শ ফেব্রুয়ারি:


    দুর্ঘটনার কবলে পড়ল সৌরভ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। ভারতীয় ক্রিকেটের সর্বকালের শ্রেষ্ঠ বাঁ হাতি ব্যাটসম্যান দুর্ঘটনায় কবলে পড়লেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তার উপস্থিত হওয়ার কথা ছিল। সেই মোতাবেক তার কনভয় এগিয়ে যাচ্ছিল দুর্গাপুর এক্সপ্রেসওয়ের খরদহ জায়গার কাছেই তার গাড়িটিকে ধাক্কা মারে একটি লরি। 

ড্রাইভার জোরে ব্রেক করাই পরপর পিছনে থাকা গাড়ি গুলি একে অপরকে ধাক্কা মারে এবং তাতেই আহত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর হঠাৎ করে একটি লরি ধাক্কা মারে সৌরভের গাড়িতে। এর পরেই পিছনে থাকা সৌরভের যে কনভয় গুলি ছিল সেগুলি পরপর ধাক্কা দেয় ওই গাড়িটিকে। সামান্য আহত হন সৌরভ গাঙ্গালী। সৌরভ নিজে জানিয়েছেন তিনি এখন যথেষ্ট সুস্থ অবস্থায় রয়েছেন। সামান্য আঘাত লেগেছে তার। এর পরই তিনি গন্তব্যস্থলে উদ্দেশ্যে রওনা হন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.