নিজেস্বসংবাদদাতা-১০ ফেব্রুয়ারি:
আজ থেকে শুরু এই বছরের মাধ্যমিক বা দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা। পরীক্ষা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে এবারও বিশেষ বন্দোবস্ত দিকে দিকে। বাড়তি বাস, ট্রেন এবং অন্যান্য যানবাহন তো থাকছেই সেই সঙ্গে পরীক্ষার্থীদের সুবিধার্থে চালু থাকছে হেল্পলাইন নম্বরও। এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। এবছর মাধ্যমিকে ছাত্রীদের সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০। ছাত্রদের সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩। প্রত্যেক বছরই এই মাধ্যমিক পরীক্ষা কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে এসেছে। অন্যান্য বছরে যে সমস্ত প্রশ্নপত্র দেওয়া হয়েছে তা হয় ভুল, না হয় সেগুলি উত্তরের পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে। শুধু এখানেই নয় একটি প্রশ্নের উত্তর একাধিক হওয়ার কারণে সবগুলি সঠিক বলে বিবেচ্য করেছিল মাধ্যমিক পর্ষদ।
অন্যদিকে প্রশ্নপত্র আউট হয়ে যাবার কারণে তাও পরীক্ষার্থীর কাছে পৌঁছে গিয়েছিল সন্তর্পনে। এছাড়া অনেক পরীক্ষা কেন্দ্রে গণ টোকাটুকি খবরও পাওয়া গিয়েছিল। তারই কারণে পর্ষদ এবার সিসিটিভি ক্যামেরা বসানোর কথা বলেছে স্কুলগুলিকে। যার ফলে সিসিটিভির ক্যামেরা দেখে সনাক্ত করা হবে পরীক্ষার্থী কিভাবে পরীক্ষা দিচ্ছে তার পূর্ণাঙ্গ তথ্য। জীবনের প্রথম বড় পরীক্ষায় শামিল হয়েছেন যেসব ছাত্র-ছাত্রী তারা সকলেই চাইছেন এই পরীক্ষায় ভালো নম্বর নিয়ে ভবিষ্যতের রাস্তা আরও পাকা করতে।মাধ্যমিক পরীক্ষার্থী দের জন্য বাসওনার্স অ্যাসোসিয়েসান এবার বিশেষ ব্যবস্থা নিয়েছে। সমস্ত ছাত্র ছাত্রী এবং অভিবাবক দের পরীক্ষা চলাকালিন সময়ে তারা কোনো রকম ভাড়া নেবেন না। এই সময় কোনো রুটে কোনো বাস বন্ধ হবেনা।
ছাত্র ছাত্রী দের আস যাওয়ার সময় সমস্ত রুটের বাস নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। প্রয়জনে অতিরিক্ত বাস চালানো হবে।এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন অভিবাবক রা। প্রশাসনের তরফেমাধ্যমিক সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যেতে কোনও অসুবিধায় যাতে পড়তে না হয় সেজন্য নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে রাখা হয়েছে কড়া নিরাপত্তা।
অন্য দিকে বাঘ, হাতি এড়িয়ে পরীক্ষার্থী দের নিরাপত্তার বিশেষ ব্যবস্থা আজ শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ঝাড়গ্রামে এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে ১৩,৬৫০ ছাত্রছাত্রী। এর মধ্যে ছাত্র ৬,৪০৪ এবং ছাত্রী ৭,২৪৬। মোট পরীক্ষাকেন্দ্র ৩৯। যার ফলে বিশেষ নজরদারি পুলিশ প্রশাসন ও বনদপ্তরের। আজ সকাল নাগাদ বেলপাহাড়ি এলাকায় নতুন করে বাঘের পায়ের ছাপ, অপরদিকে ঝাড়গ্রামের বিভিন্ন জঙ্গল লাগোয়া এলাকায় হাতির আতঙ্ক যার ফলে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ নজরদারি চালাচ্ছেন বনদপ্তরের কর্মীসহ পুলিশ প্রশাসন। বেলপাহাড়ি তে লাগানো হয়েছে নতুন করে ট্র্যাপ ক্যামেরা, বিভিন্ন জায়গায় করা হয়েছে ফরেস্টের চেকপোস্ট, বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। জেলার যেসব এলাকায় হাতি রয়েছে সেইসব এলাকায় বনকর্মীদের পাশাপাশি মোতায়েন থাকছে পুলিশ। যাতে হাতির জন্য পরীক্ষার্থীদের কোনও অসুবিধা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কোনও পরীক্ষার্থী হাতির হামলার ভয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে সমস্যায় পড়ে তাহলে তাকে বন দফতরের গাড়িতে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকছে। রাস্তায় থাকবে বন দফতরের ঐরাবত গাড়ি। প্রতিটি পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অন্যদিকে২৪ পরগনার কুনতলির মৈপীঠে লোকালয়ের কাছে বৃদ্ধ কে বাঁচাতে গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন গণেশ শ্যামল নামে এক বনকর্মী। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।আহত বনকর্মীকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
প্রশ্নপত্র তো ভালোই হয়েছে শুনলাম।
ReplyDelete