নিপুন হাতের শিল্পকলা

 অরণ্য, ঝাড়গ্রাম - ৭ই ফেব্রুয়ারি:


সুব্রত কর্মকার পরপর তিনবার প্রথম পুরষ্কার পান রাজ্য কারুশিল্প প্রতিযোগিতায়। পেশায় ইংরেজি সাহিত্যের শিক্ষক। তবে ফাঁক পেলেই বসে পড়েন সৃজনশীল সৃষ্টির কাজে। পাথর কিংবা কাঠের টুকরো, তালের আঁটি, কিংবা পড়ে থাকা লোহা যাই পান সেটাই ঘষে মেজে তাতেই অদ্ভুত সব রুপ দিয়ে বসেন। বানিয়ে ফেলেন, নজরকাড়া নানা ধরনের শো পিস। একান্নবর্তী পরিবারে অভাবের বিরুদ্ধে লড়াই হারাতে পারেনি তাঁর শিল্পসত্তাকে। 


বিনপুরের শিলদাতে আদি বাড়ি। বয়স্কা মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুখের সংসার বেলপাহাড়ির এস সি স্কুলের শিক্ষক তথা কারুশিল্পী সুব্রত কর্মকারের। দামি যন্ত্রপাতির সাহায্য না নিয়েও, একের পর এক নান্দনিক শিল্পকর্ম ফুটিয়ে তোলেন সহজলভ্য সামগ্রী দিয়ে। ২০১৭ সাল থেকে জেলাস্তরে প্রথম হন কারুশিল্পে। এবার জেলা ছাড়িয়ে রাজ্য স্তরেও প্রথম। বাড়ির সামনে পড়ে থাক তাল আঁটি দিয়ে শুরু।এখন যা পান হাতের সামনে সেটাই হয়ে যায় কোনো না কোনো শো পিস।

Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.