বাঁধ সংস্কারের দাবিতে সরব শিলদাবাসী

 অরণ্য, ঝাড়গ্রাম-২৮শে ফেব্রুয়ারি:


মজে যাওয়া রাজার বাঁধ সংস্কারের দাবিতে সরব শিলদাবাসী।ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকে অবস্থিত মফস্বল শহরে জলের সমস্যা দীর্ঘদিনের। অথচ কমবেশি প্রায় ১৫০ বিঘা জায়গা জুড়ে থাকা প্রাকৃতিক ঝিল, রাজার বাঁধকে পরিস্কার ও সংস্কার  করার কোনও উদ্যোগ আজ পর্যন্ত হয়নি।সংস্কার হলে এলাকাবাসীর একাধিক সমস্যার সমাধান হতো। এলকাবাসীদের দাবি, রাজার বাঁধ সংস্কার হলে, একদিকে যেমন ঝিলে জল ধারণ ক্ষমতা বাড়বে,তেমনি পাইপ লাইনে সরবরাহ করা জলের পরিমানও বাড়বে।পাশাপাশি ঝিলের জল ব্যবহার করা যাবে চাষবাসের কাজেও।মৎস্যজীবীদেরও রুজি রোজগার হবে।


অরণ্য বেষ্টিত শহরে জলের সমস্যা মেটাতে বড় বড় শিলাখণ্ডের মাঝে রাজার বাঁধকে ঘিরে ছিলেন ঝাড়গ্রামের তৎকালীন রানি কিশোরমণি।তাঁর রাজত্বকাল ছিল ১৮২০ থেকে ১৮৪৮ সাল পর্যন্ত। ডুলুং নদীর উৎসমুখে, সুদৃশ্য এই প্রাকৃতিক জলাশয়ের ধারে পঞ্চরত্ন মন্দিরও তৈরি করেছেন তিনি। যেখানে আজও নিত্যদিন শিবপুজো হয়।ফলে রাজার বাঁধের সঙ্গে অন্যরকম টান রয়েছে শিলদাবাসীর।শেষ রাজারদের সংস্করের কাজ হয়েছিল প্রায় ২৫ বছর আগে। তারপর থেকে এই বাঁধ সংস্কারের কোনরকম উদ্যোগ দেখা যায়নি রাজ্য প্রশাসনের তরফে।প্রবাদ সংস্কারের ফলে এলাকার যেমন অর্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে তেমনি একাধিক সমস্যার সমাধান হবে।  শিলদায় জলের সমস্যার সম্পর্কে অবহিত জেলাশাসক সুনীল আগারওয়াল। তবে জল জীবন মিশন প্রকল্পে এলাকায় বেশ কিছু কাজ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। প্রকল্পের কাজ শেষ হলে রাজার বাঁধ সংস্কারের আশ্বাসও দিয়েছেন জেলাশাসক।


Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. কাজ হলেই ভালো,আর তো কিছু বলার নেই।

    ReplyDelete