বাঘ দেখে অজ্ঞান এক মহিলা

 অরণ্য, ঝাড়গ্রাম-১০ ফেব্রুয়ারি:


বেলপাহাড়িতে ফের বাঘের আতঙ্ক।আছড়াডুবি গ্রামে মাঠে কাজ করতে গিয়ে দেখেন পাশেই বাঘ শুয়ে রোদ পুয়াচ্ছে দেখেই অজ্ঞান হয়ে পড়ে এক মহিলা। পরে ওই মহিলা চিৎকার করতেই বাঘ পালিয়ে যায়  আছড়া ডুবিতে। দুপুর ১ টা নাগাদ চাষের জমিতে ধানতলা রোপন করতে গিয়ে বাঘের দেখা পেলো গৃহ বধূ। বাঘ কে ঘুমাতে দেখেই ঘটনা স্থলে বাঘ বাঘ চেঁচাতে চেঁচাতে অজ্ঞান হয়ে পড়েন ঐ গৃহ বধূ।


তার বক্তব্য তার দিকে বড় বড় চোখ করে দেখছিলো বাঘ টা। সাধারণ গ্রামের মানুষ তাঁকে উদ্ধার করে গ্রামে নিয়ে যান। খবর দেওয়া হয় বন দপ্তরকে এক বন দপ্তর কর্মী ঘটনাস্থলে এসে ফেরত যান। তবে এলাকার সাধারণ মানুষের বক্তব্য বনদপ্তর সঠিকভাবে কাজ করছে না যার কারণে এই রয়েল বেঙ্গল টাইগার এখনো পর্যন্ত অধরা রয়েছে, যার ফলে বেলপাহাড়ির আছড়া ডুুবি, বালিচুয়া, কটুচুয়া, সহ মাছগেড়িয়া গ্রামের মানুষ বাঘের আতঙ্কে আতঙ্কিত।

অন্যদিকে২৪ পরগনার কুনতলির মৈপীঠে লোকালয়ের কাছে  বৃদ্ধ কে বাঁচাতে  গিয়ে বাঘের আক্রমণে গুরুতর জখম হলেন গণেশ শ্যামল নামে এক বনকর্মী। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।আহত বনকর্মীকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাত পর্যন্ত বাঘটিকে জঙ্গলে ফেরানো যায়নি। বাঘটিকে জঙ্গলে ফেরাতে সব রকম ব্যবস্থা করা হচ্ছে।স্থানীয় মানুষজনেদের নিরাপত্তা ও নজরে রাখা হচ্ছে। 

Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.