মুম্বাইয়ে দাদা ফালকে স্মরণ অনুষ্ঠান

 এন এন ঠাকুর-মুম্বাই ১৭ই ফেব্রুয়ারি:


দু’জন মানুষকে ভারতীয় চলচ্চিত্র জগতের পথিকৃৎ বলা হয় । তাঁদের একজন হীরালাল সেন ও অপরজন দাদাসাহেব ফালকে । এঁদের মধ্যে হীরালাল সেনের মৃত্যু হয় ১৯১৭ সালে এবং দাদাসাহেব ফালকে ১৯৪৪ সালে ১৬ ফেব্রুয়ারী পরলোক গমন করেন । প্রতিবছর তাঁর স্মরণ অনুষ্ঠান হয় মুম্বাই শহরের চলচ্চিত্রের প্রাণকেন্দ্র গোরেগাঁও (পূর্ব) ফিল্ম সিটিতে । 

এবছরও তাঁর পরিবারের পক্ষ থেকে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে দেশী-বিদেশী চলচ্চিত্র ব্যক্তিদের উপস্থিতিতে মাল্যদান সহকারে তাঁকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয় এবং “দাদা সাহেব ফালকে” নামাঙ্কিত স্মৃতি ফলক তুলে দেওয়া হয় বলিউডের সেলিব্রেটি ভয়েস ট্রেনার সুমন ব্যানার্জী সহ বলিউডের অন্যান্য বেশকিছু গুণী মানুষের হাতে । উল্লেখ্য সুমন ব্যানার্জী বর্তমানে মুম্বাই শহরে বেশকিছু জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও চলচ্চিত্র তারকার ভয়েস ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত ।

Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. হীরালাল সেনের জন্য কিছু করা হয়নি এখনও! এটাই দুর্ভাগ্য

    ReplyDelete