দিব্যেন্দু গোস্বামী, কলকাতা-৯ ফেব্রুয়ারি:
শনিবার গভীর রাতে কলকাতার নারকেলডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ৬০ টিরও বেশি ঝুপড়িতে আগুন ধরে যায়। যার ফলে মৃত্যু হয়েছে একজনের। মৃতের নাম হাবিবুল্লাহ মোল্লা। রাজ্য যখন অগ্নি নির্বাপন ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা ঘোষণা করছেন ঠিক তখনই একের পর এক অগ্নিকাণ্ড ঘটে চলেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও কলকাতার সংলগ্ন যে সমস্ত বড় শহর রয়েছে সেখানে। এর আগেও কলকাতায় বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে অনেকের। এবারও তার ব্যতিক্রম হয়নি। নারকেলডাঙ্গায় শনিবার গভীর রাতে আগুন লাগে রেল কলোনির পাশে ঝুপড়িগুলিতে। একটার পর একটা ঝুপড়িতে ছড়িয়ে পড়ে আগুন। আগুনে মৃত্যু হয় একজনের। নাম হাবিবুল্লাহ। পৌড় হওয়া জন্য তড়িঘড়ি সে ঝুপড়ি থেকে বেরোতে পারিনি। বীভৎস এই অগ্নিকাণ্ডে আগুনে ঝলসে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে এই অগ্নিকাণ্ডে আহতের কোন খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হয়েছে ঝপরিবাসীরা এমনই দাবি করেছেন তারা। তাদের যত সামান্য যেটুকু থাকার দরকার তা ছিল ওই ঝুপড়ি গুলির মধ্যে। হঠাৎ এই আগুন লাগায় তাও শেষ হয়ে গিয়েছে। আগুন লাগার কারণ অবশ্য এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। আগুন লাগার পরপরই দমকলবাহিনীকে খবর দেওয়া হয়। দমকল বাহিনী প্রথমে দশটি ইঞ্জিন নিয়ে কাজ করে কিন্তু তাতেও আগুনের লেলিহান শিখা কে আয়ত্রে আনতে পারেনি। তাই আরো ছটি ইঞ্জিন কে নিয়ে আসা হয়। মোট ষোলটি ইঞ্জিনের সাহায্যে চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। দমকলের পক্ষ থেকে জানা গিয়েছে বাড়িগুলিতে যথেষ্ট দাহ্য পদার্থ মজুদ থাকার কারণেই এই ধরনের বীভৎস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নারকেলডাঙ্গায়। যদিও দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন এর পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।