অরণ্য, ঝাড়গ্রাম- ৮ই ফেব্রুয়ারি:
আগামী ২০ এপ্রিল ব্রিগেড। ব্রিগেড কে সামনে রেখে স্লোগান ফর ক্যাম্পেন। স্লোগান ফর অ্যাকসন। দুভাবে প্রচার চালানোর সিদ্ধান্ত। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালিন। পোষ্টারিং, পাড়া বৈঠক, আড্ডায় প্রচার এবং পরীক্ষা র পর টানা পঞ্চায়েত, ব্লক, জেলা স্তরে ডেপুটেশন মিটিং, মিছল চলবে ব্রিগেড এর আগে পর্যন্ত।
জেলার নেতাকর্মী দের নিয়ে ঝাড়গ্রাম সেই কর্মসূচীর সূচনায় আজ কনভেনশনে আয়োজন। শ্রমিক মজুর সংগঠন গুলির সাথে শনিবার ঝাড়গ্রাম শহরে CITU ডাকে জমায়েত করেন নেতা কর্মীরা। আগামী ২০ এপ্রিল "ব্রিগেড চলো" র সমর্থনে কর্মীদের মধ্যে প্রচার চালানো হয়। এদিনের সমাবেশে বেশ কিছু দাবী উঠে আসে। তার মধ্যে অন্যতম হল- শ্রমিক দের সমকোড বাতিল, মজুরি বৃদ্ধি করা, বন্ধ হয়ে যাওয়া কাজ চালু করা, বকেয়া মজুরি দেওয়ার জন্য দাবি করা হয়। সমাবেশে " অভয়ার মৃত্যুর বিচারের দাবি" ও উঠে আসে। এই প্রসঙ্গে দ্রুততার সাথে বিচার ও দোষীদের আড়াল না করে শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়। ঝাড়গ্রাম জেলার রেল পরিষেবা উন্নত করার দাবি শোনা যায়। গীতাঞ্জলি, পুরুষোত্তম, মুম্বাই মেল সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন এর স্টপেজের দাবী জানানো হয়। এছাড়াও গিধনী থেকে সাঁতরাগাছি পর্যন্ত লোকাল রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়া ট্রেন গুলি আবার ও চালু করার দাবী তোলা হয়। হাওড়া - টাটানগর গামী স্টিল এক্সপ্রেস এর শারদীয়া স্টেশনে স্থানীয় স্টপেজের দাবী জানানো হয়। ঝাড়গ্রাম শহরের দুটি জরুরি রেল গেট এ যানজট এড়াতে উড়াল পুল বা আন্ডার পাশের দাবি করেন CITU - র ঝাড়গ্রাম জেলা সম্পাদক পার্থ যাদব। ব্রগেডের আগে টানা এই সমস্ত বিষয় নিয়ে প্রচার চালাবে বাম দল গুলি।