পুলিশের তৎপরতায় উদ্ধার বিপুল পরিমাণ মাদক দ্রব্য

 দিব্যেন্দু মোহন গোস্বামী,জলপাইগুড়ি-১১ই জানুয়ারি:

 জলপাইগুড়ি SOG টিমের বড়সড় মাদক দ্রব্য উদ্ধারে বড়োসড় অভিযান । পুলিশ সূত্রে জানা যায় যে এই দিন শহরের সেন পাড়া বাধের বাজার, জীবন মিষ্টান্ন ভাণ্ডারের কাছে। ময়নাগুড়ি রোডের বাসিন্দা বলাই দাসের একটি টোটো গাড়ি আটক করা হয়।গাড়িতে তিনজন যাত্রী ছিল, যারা জলপাইগুড়ি টাউন স্টেশনের দিকে যাচ্ছিলেন। ওই টোটোর এক যাত্রী যার নাম মদন বর্মন তার কাছ থেকে মাদক উদ্ধার হয়।


যাত্রী মদন বর্মনের কাছ থেকে দুটি নীল রঙের ব্যাগ পাওয়া যায়। সেখানে ১৪.০৬৭ কেজি গাঁজা ব্যাগগুলির ভিতর থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তারপর জলপাইগুড়ি পুলিশ তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে: কোতোয়ালি থানায় NDPS আইনের অধীনে।

এই সফল অভিযানে আপ্লুত পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে পরবর্তীকালেও মাদকবিরোধী কার্যক্রম এবং সবার জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ার প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছে। অন্যদিকে বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে বেলাকোবা আউট পোস্ট টিমের দ্রুত পদক্ষেপ এবং যার জন্য আজ প্রায় কয়েকশো দেশি মদের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।১০ জানুয়ারি, ২০২৫ তারিখে বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে, রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকোবা আউট পোস্টের পুলিশ টিম ফুলতিপাড়া, শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সফল অভিযান পরিচালনা করে। এবং এখান থেকে উদ্ধার করা হয় ।৫০০ লিটার বেআইনি দেশি মদ। ১০ কেজি গুড়২৫০ গ্রাম মার্চা (গাঁজানোর উপাদান) একটি রুপোর হাঁড়ি যার বাড়িতে এই ধরনের দেশি মদ তৈরি হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ অতর্কিত হানা দিয়ে তারি বাড়ি থেকে অর্থাৎ অভিযুক্ত অরতি রায় (স্ব. নির্মল রায়ের স্ত্রী) এর ফুলতিপাড়ার বাড়ি থেকে এই জিনিসগুলি বাজেয়াপ্ত করা হয়। এছাড়া, ২০০ লিটার গাঁজানো দ্রব্য (দেশি মদ তৈরিতে ব্যবহৃত) ঘটনাস্থলেই নষ্ট করা হয়। অভিযুক্ত বর্তমানে পলাতক।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.