নিজেস্বসংবাদদাতা,ঝাড়গ্রাম- ৫ ই জানুয়ারি:
ঠান্ডায় কাঁপছে বাংলা। ঠান্ডায় নাজেহাল অবস্থা। শীত পড়তেই লক্ষীলাভ। এরা শীত পোষাক বিক্রেতা। পৌষ সংক্রান্তিতে গ্রামবাংলায় নতুন পোষাক পরার রীতি। তাই শীত বেশী থাকলে শীতের পোষক বিক্রিও বাড়বে। যত শীত বাড়বে ততই তাদের পৌষ মাস। তাই শীত টা অন্তত পৌষ সংক্রান্তি পর্যন্ত থাকুক এমনটাই চাহিদা।
গত কয়েক দিন হল জাকিয়ে শীত পরেছে ঝাড়গ্রামে তাপমাত্র ৮ এর নিচেও নামছে আর এই আবহে শীতের পোশাকের চাহিদা বাড়বে বলাই বাহুল্য। তাই হরেক রকম শীতের শোয়েটার, জ্যাকেট বাচ্চা বড়ো সবার জন্য নানারকম গরম পোষাক মজুত। তার সাথে গরম টুপি, গ্লাভস আর মোজার রকমারি। প্রচন্ড ঠান্ডায় সকাল থেকে রাত পর্যন্ত বসে বেঁচা কেনায় কষ্ট তো হয়। তা হোক ঠান্ডা যত থাকবে ততই বিক্রি বাড়বে। তাই প্রচন্ড ঠান্ডাই ভালো।