নিজেস্বসংবাদদাতা ৭ই জানুয়ারি:
মঙ্গলবার নয়াগ্ৰাম ব্লকের মলম গ্রামে চাষিদের সরিষা জমিতে দেখা গেল একটি মৃত হাতি।নয়াগ্ৰামে ফের হাতির মৃত্যুর ঘটনা ঘটল। জানা গিয়েছে, স্থানীয় চাষিরা এদিন মাঠে কাজ করতে এসে দেখেন মাঠের মধ্যে বড় খড়ের গাদার মতো কিছু।পাশে গিয়ে দেখা যায় একটি মৃত হাতি পড়ে রয়েছে।
সঙ্গে সঙ্গে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।তবে পরে বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতি উদ্ধারের উদ্যোগ নিচ্ছেন।তবে এলাকায় হাতি মৃত্যু এবং নিয়মিত হাতির হানায় বন দফতরের বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ। অভিযোগ নিয়মিত হাতির হানা হলেও কোন পদক্ষেপ নেয় নি বনদফতর।