"নিক্ষয় মিত্র" টিবি রোগীর বন্ধু হোন আপনিও

 অরণ্য, ঝাড়গ্রাম - ৪ জুলাই :

 টিবি রোগীর বন্ধু হোন আপনিও। টিবি কে নির্মূল করতে এগিয়ে এল "নিক্ষয় মিত্র" । ২০০ জন টিবি রোগীদের পুষ্টি কর খাবারের দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নিলেন বিনপুরের বিএমওএইচ ডাঃ জয়ন্ত মাহাত। বিনপুরের সমস্ত ডাক্তার, নার্সিংস্টাফ, অফিস স্টাফ, এবং সমস্ত প্যারামেডিকেল ওয়ারকার সহ সমস্ত ধরনের স্টাফরা এই ২০০জন টিবি রোগীকে আগামী ৬ মাস নিজেদের টাকায় পুষ্টি কর খাবার সরবরাহ করে নিক্ষয় মিত্র হলেন। বিনপুর ব্লকে এই মূহুর্তে প্রায় ২০০জন রেজিস্টার টিবি রোগী। এদের চিকিৎসা চলছে বিনপুর ব্লকের বিভিন্ন হাসপতালে। আগামী ৬মাস তাদের টিবির ওষুধ খেতে হবে। এই সময় বিএমওএইচ এর নেতৃত্বে তার স্টাফরা নিয়মিত ঐ রোগী কে মনিটারিং করে। এই সময় ঐ রোগীদের পর্যাপ্ত প্রোটিন যুক্ত খাওয়া বাধ্যতা মূলক। কিন্তু আর্থিক অবস্থা হেরফেরের জন্য অনেকেই এই খবার সংগ্রহ করতে পারেনা।

তাই সরকারের তরফে 'নিক্ষয় মিত্র' স্কিম চালু করা হয়। অর্থাৎ দুঃস্থ এই রোগীদের ছয় মাসের খাবারের দায়িত্ব যে কেউ নিতে পারে। সেই মত আজ বিনপুরের বিএমওএইচ তার সহকর্মী দের নিয়ে, তার ব্লকের প্রায় ২০০জন রোগীর খাবারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। আজ বিনপুর হাসপাতালে এবং লালগড় হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রোগীদের হাতে টিবি কিট এবং এক মাসের খাবার  হাতে তুলে দেওয়া হয়। প্রতি মাসে তাদের হাতে এই পুষ্টি কর খাদ্য তুলে দেওয়া হবে। প্রায় ২০০ জনের এই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়াকে সাধুবাদ জানিয়েছে ঝাড়গ্রামে সিএমওএইচ ডাঃ ভূবন চন্দ্র হাঁসদা। বিএমওএইচ ডাঃ জয়ন্ত মাহাত জানান যে আমরা ঝাড়গ্রাম কে টিবি মুক্ত করতে সাধারন মানুষকে নিক্ষয়মিত্র হতে আবেদন জানাচ্ছি। তাই আমরা সমস্ত ডাক্তার নার্স এবং সমস্ত স্টাফরা মিলে এই উদ্যোগ নিলাম। তাদের এই উদ্যোগে খুশি এলাকার টিবি রোগীরা। ওষুধের সাথে প্রটিন জাতীয় খাবারও এবার থেকে পাবেন তারা।


Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.