অরণ্য, ঝাড়গ্রাম - ২৮শে জানুয়ারি :
শীতের আমেজ গায়ে মেখে বেলপাহাড়িতে জমজমাট ছ্যাঁকা পিঠে মেলা। বাঘ আতঙ্ক দূরে ঠেলে এবছরও জমমজাট ছ্যাঁকা পিঠে মেলা। ফুটন্ত ঘি থেকে খালি হাতে পিঠে তোলার হুড়োহুড়ি। । ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের মনিয়ার্ডি গ্রামের মেলায় সামিল, আট থেকে আশির দল। কমবেশি শতাধিক বছরের লৌকিক উৎসবটি হয় মাঘ মাসে।
গ্রামবাসীদের মঙ্গল কামনায় পুজা পর্বে শেষ করে ছ্যাঁকা পিঠে ভাঁজতে বসেন মন্দিরের পুরোহিত। খোলা মাঠে মাটির উনুন ঘিরে তখন উপচে পড়া ভিড়। ফুটন্ত ঘি থেকে খালি হাতে তুলে নেওয়া ছ্যাঁকা পিঠে হল পুজোর প্রসাদ। খালি হাতে তা সবার আগে তুলে নিতে যতো হুড়োহুড়ি। প্রসাদের পিঠে খেয়ে তার পর মেলার আনন্দ উপভোগ।গ্রামের রাস্তায় অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে কদিন আগেই আতঙ্ক ছড়িয়েছিল। বনদফতরের কর্মীদের আনাগোনায় বাঘ আতঙ্কে একরকম সিঁটিয়ে ছিলেন গ্রামবাসীরা। তবে লৌকিক দেবতার পুজো ও মেলা ঘিরে আপাতত বাঘ কে ভুলে উৎসবে মেতেছে বেলপাহাড়ির মনিয়ার্ডি গ্রাম।
সত্যিই কত ধরনের মেলা অনুষ্ঠিত হয়,জেনে সম্মৃদ্ধ হলাম।
ReplyDelete