গণধর্ষণে অভিযুক্ত পাঁচজনের

 দিব্যেন্দু মোহন গোস্বামী - বীরভূম -১২ই জানুয়ারী:

 

ঠ 

বন্ধুর নাম করে ভুলিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ, যাবজ্জীবন পাঁচজনের ।২০২১ সালের ৪ এপ্রিল ছিল রবিবার। দুদিন আগেই পালিত হয়েছে গুড ফ্রাইডে,  তাই সেদিন হিসেব মতো ইস্টার সানডে। কৃষ্ণনগর জেলা পুলিশের কোতোয়ালি থানায় দায়ের হয় মারাত্মক অভিযোগ। যার সারমর্ম – স্থানীয় এক মহিলাকে তাঁরই বন্ধুর নাম করে ভুলিয়ে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় এক যুবক, যেখানে সে এবং আরও চারজন মিলে নির্মমভাবে ধর্ষণ করে তাঁকে। তাদের হাত থেকে কোনওক্রমে ছাড়া পেলেও সামাজিক সম্মানহানি, লোকলজ্জার ভয় কাটিয়ে উঠতে পারেননি নির্যাতিতা। বাড়ি ফিরে কাউকে কিছু না বলে নিজের গায়ে আগুন দেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।


পিন্টু বিশ্বাস, বাবাই বিশ্বাস, রোমিও মন্ডল, রনি বৈরাগী ওরফে বিশ্বজিৎ এবং অভিজিৎ মন্ডল-এর নামে অভিযোগ দায়ের হয় মৃতার পরিবারের তরফে, গ্রেফতার হয় সকলেই। মামলার তদন্ত শুরু করেন সাব-ইনস্পেকটর নীলরতন ঘোষ, দ্রুত তদন্ত সম্পন্ন করে ২০২১ সালের জুন মাসে চার্জশিট দাখিল করেন সম্প্রতি প্রকাশিত মামলার রায়ে পাঁচ অভিযুক্তকে গণধর্ষনের দায়ে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং মাথাপিছু ২০ হাজার টাকা জরিমানার শাস্তি প্রদান করেছেন কৃষ্ণনগরের বিশেষ আদালত।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.