কল্পতরু উৎসব ঘিরে ভক্ত সমাগম তারাপীঠে

 দিব্যেন্দু মোহন গোস্বামী, বীরভূম - ১লা জানুয়ারি:

  তারা মায়ের ভক্তদের কাছে পয়লা জানুয়ারি এক বিশেষ দিন, এই দিনটির জন্য মুখিয়ে থাকে সারা বাঙালি সহ দেশ-বিদেশের মানুষ। কল্পতরু উৎসব যেমন ঐতিহ্যবাহী এক উৎসব। তেমনই তারাপীঠে আজকের দিনটি শুরু করা হয় বছরে শান্তি কামনায় তাই উপচে পড়ে ভিড়। ভক্তদের জন্য তারাপীঠ মন্দিরের নিয়মকানুনে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে আর মন্দিরে ঢুকে মায়ের চরণ স্পর্শ বা মূর্তিকে জড়িয়ে ধরা যাবে না। সেইসঙ্গে গর্ভগৃহে ঢোকা যাবে না আলতা এবং গোলাপজল নিয়ে কেউই মায়ের গলায় মালা দিতে পারবে না। মঙ্গলবার ১৭ ডিসেম্বর থেকেই এই নিয়ম চালু হয়েছে মন্দিরে। সেইসঙ্গে মন্দির খুলতে ও বন্ধ করতে হবে নির্দিষ্ট সময়ে। ঘড়ির কাঁটা মিলিয়ে মা তারার ভোগ নিবেদন করতে হবে। পুজো দিতে আসা ভক্তদের জন্য থাকবে দুটি লাইন। একটি সাধারণ ও আরেকটি বিশেষ। 

সাধারণ লাইন আগে চালু হবে। তার একঘন্টা পর চালু হবে বিশেষ লাইন। নতুন এই সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দদের কে জানানো হয়েছে। সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়ম বলবত করার পরে তারাপীঠে এই প্রথম পহেলা জানুয়ারির পূজা আরম্ভ হয়েছে। যদিও দুটি লাইনের কথা বলা থাকলেও ভিড় যেমন বাড়বে সেই মোতাবেক লাইনের সংখ্যাও বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে মন্দিরে থাকা পুলিশ কর্মী এবং মন্দিরে নিজস্ব নিরাপত্তা কর্মী যারা রয়েছে তারা এই ব্যাপারটি দেখভাল করবেন বলে জানা গিয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.