দিব্যেন্দু মোহন গোস্বামী,বীরভূম- ১লা জানুয়ারি:
ফুটবলে আবারও বাংলা ভারত সেরা। বাংলা দীর্ঘ ৩৩ বার ফাইনালে উঠেছিল সন্তোষ ট্রফিতে। শেষ ২০১৬-১৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এবারও ফাইনালে ওঠে বাংলা। প্রতিপক্ষ ছিল শক্তিধর কেরালা। প্রথমার্ধে এবং দ্বিতীয়র্ধে কেউই গোল করতে পারেনি। এক্সট্রা টাইমে খেলা গড়ালে বাংলার কপালে জোটে এক গোল যাই স্থির করে দেয় সন্তোস ট্রফিতে এবার কারা বিজয়ী হলো।
ম্যাচে একমাত্র গোল করেন রবি হাসদা। আর এইএকটি গোল করার সঙ্গে সঙ্গেই আতশবাজি তে গোটা স্টেডিয়াম ভরে ওঠে। কারো জানতে বাকি ছিল না এবার ভারত সেরা বাংলা এবারের চ্যাম্পিয়ন সন্তোষ ট্রফিতে। বাংলা এর আগে দু-দুবার কেরালার কাছে হেরে গিয়েছিল। বাংলা তারই মধুর প্রতিশোধ নিলো এবার। এক্সট্রা টাইমে তুলে নিল দরকারি গোলটি। ১৬ টি গোল করার সুবাদে রবি হাঁসদা হলেন সর্বোচ্চ গোলদাতা। সব মিলিয়ে ২০২৫ সালে পয়লা জানুয়ারি সত্যি বাংলা ফুটবলের ঐতিহাসিক সন্ধিক্ষণ বলা যেতেই পারে।