অরণ্য, ঝাড়গ্রাম-২৯ শে জানুয়ারি :
ঝাড়গ্রাম জেলা সম্মেলনকে ঘিরে প্রশাসনের সাথে দ্বন্দ্ব সিপিএমের।প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সভা সিপিএমের। জনসভার জন্য নির্দিষ্ট মাঠের অনুমতি দিয়েও পরে অনুমতি বাতিল করে। সম্মেলনের আগের রাতে জনসভার মাঠ ব্যবহার বাতিলের চিঠি বিডিওর তরফে। বিডিওর চাপে বিএলআরও প্রথমে অনুমতি দিয়ে পরে জনসভার মাঠ ব্যবহারের অনুমতিও বাতিল করে। অথচ মহকুমাশাসক একই জায়গায় মাইক বাজানোর অনুমতি দেন।
যা নিয়ে শুরু হয়েছে চাপানুতোর। খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ সিপিএমের কর্মী সমর্থকরা। যদিও সিপিআইএমের রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হয় এখানকার স্থানীয় প্রশাসন স্থানীয় তৃনমূল নেতাদের কথায় নাচানাচি করছে। যার জন্য সভার অনুমতি দিয়েও আগের দিন রাত্রে বেলায় চিঠি দিয়ে সভা বাতিল করার চেষ্টা করেছে। যদিও নির্দিষ্ট জায়গাতেই সিপিআইএম তাদের সভা করে। পাওয়ার হাউস থেকে মিছিল করে সভাস্থল পর্ষন্ত। রাজ্য সরকারের সমালোচনা করে সিপিএমের নেতৃত্ববৃন্দ গন
বিনাশকালে বিপরীত বুদ্ধি।
ReplyDelete