অরণ্য, ঝাড়গ্রাম-২৪শে ডিসেম্বর:
মেয়েদের আত্মরক্ষার জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে তেজস্বিনী প্রকল্পের উদ্বোধন হল। আরজিকর কান্ডের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, সে কথা মাথায় রেখে মহিলা ডাক্তারদের নিজেদের আত্মরক্ষার পাঠ দেওয়া শুরু করলো ঝাড়গ্রাম জেলাপুলিশ। পুলিশ সুপার অরিজিৎ সিনহা তেজস্বিনী প্রকল্পের উদ্বোধন করেন।এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলাশাসক, ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুস্মিতা ভট্টাচার্য সহ আরো অনেকে। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের মহিলা স্টুডেন্ট, সহ শিক্ষিকা ও মহিলা কর্মীদের মার্শাল আর্টের ট্রেনিং দেওয়ার জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে।বাইরে থেকে মহিলা ট্রেনার আনা হয়েছে। আর জি করের ঘটনাকে সামনে রেখেই নিজেদের আত্মসম্মান রক্ষার জন্য এই ট্রেনিং।
তাই ওই প্রকল্পের সূচনা করে ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন ঝাড়গ্রাম জেলার মধ্যে প্রথম ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে তেজস্বিনী প্রকল্পটি চালু করা হলো। মোট ৬২ জন এই প্রকল্পে অংশগ্রহণ করে প্রশিক্ষণ নেবেন। প্রতি সপ্তাহে দুই দিন করে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী দিনে ঝাড়গ্রাম ইন্দিরা দেবী মহিলা কলেজ সহ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন বিদ্যালয়ে এই প্রকল্প টি চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ঝাড়গ্রাম জেলাপুলিশের উদ্যোগে তেজস্বিনী প্রকল্পটি চালু হওয়ায় ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষা সুস্মিতা ভট্টাচার্য ।