অভিনব প্রয়াস ঝাড়গ্রাম পুলিশের

 অরণ্য, ঝাড়গ্রাম-১৪ই ডিসেম্বর :

প্রচন্ড ঠান্ডা তার মধ্যেই হাইওয়ে তে ট্রাক দাঁড় করিয়ে জানলা দিয়ে হাত বারাচ্ছে পুলিশ।প্রথমে দেখলে মনে হতেই পারে রাস্তায় দাঁড়িয়ে পুলিশ গাড়ির  থেকে টাকা তুলছে। কিন্তু সামনে গিয়ে দেখা গেল অন্য চিত্র। কনকনে ঠান্ডায় যেখানে বাইরে থাকাই মুশকিল। সেখানে সেই প্রবল  ঠান্ডায় জাতীয় সড়কে  দাঁড়িয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ গরম  চা বিষ্কুট খাওয়াচ্ছে। ড্রাইভারদের চোখ যাতে না জড়িয়ে যায় তার জন্য গাড়ি দাঁড় করিয়ে চা-বিস্কুট খাওয়াচ্ছেন ঝাড়গ্রাম থানার পুলিশ।  


শীতকালে কমদৃশ্যমানতার মধ্যে গাড়ি চালাতে চালাতে চোখ ক্লান্ত হয়ে পড়ে,চোখ জড়িয়ে আসে। তখনি দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। বেশিরভাগ দুর্ঘটনা এই শীতকালে ঘটতে দেখা যায়। দুর্ঘটনা এড়াতে ড্রাইভারদের চা খাইয়ে ঘুম ভাঙিয়ে সচল করে তোলার লক্ষ্যে জাতীয় সড়কে দাঁড়িয়ে চা বিষ্কুট খাওয়াচ্ছে ঝাড়গ্রাম থানার পুলিশ। যা দেখে খুশি গাড়ির চালকরা ঝাড়গ্রাম থানার পুলিশ কে সাধুবাদ জানিয়েছেন। মূলত দূর্ঘটনা এড়ানোই মূল লক্ষ্য পুলিশের।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.