সাত দিনের জাতীয় শোক, অর্ধনমিত পতাকা ,তার মধ্যেই চলছে গান মেলা

 দিব্যেন্দু মোহন গোস্বামী,বীরভূম-২৭ শে ডিসেম্বর: 

 বিচিত্র মানুষের বিচিত্র মানসিকতা। মানবিকতার অন্তরালে এখন সবাই ভুলে গিয়েছে অতীতের কিছু ঘটনা। প্রশাসনের তরে প্রশাসনিক ব্যবস্থাকে যারা সাজাতে উঠে পড়ে লেগেছে সমাজে তারাই হিরো, কিন্তু অতীতকে ভুলে গেলে তখন তাদের হিরো বলা যায় না তাদের বলতে হয় পুরোপুরি শূন্য। হ্যাঁ বিশেষ কারণে আজ মনে মনে অনেকেই আজকের দিনটিকে মনে করেছে এক অন্ধকার দিন। গতকালই অর্থাৎ ২৬ ডিসেম্বর রাত্রে আমাদের ছেড়ে চলে গিয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শুধু একজন প্রধানমন্ত্রীকে আমরা হারিয়েছি তা নয়। আমরা হারিয়েছি দক্ষিণ-পশ্চিম এশিয়ার সেরা একজন অর্থনীতিবিদকে। যিনি ভারতের অর্থনীতি কে চাঙ্গা করতে সাহায্য করেছিলেন। বিশ্বের দরবারে ভারতের অর্থনীতি কে সুচারুভাবে প্রতিষ্ঠা করেছিলেন। দু দুবার প্রধানমন্ত্রী থাকাকালীন তার যে বিচক্ষণতা তা অবশ্যই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল। শ্রদ্ধার সঙ্গে আজকের এই দিনটি পালিত হচ্ছে। 


সরকারিভাবে দুঃখের দিন হিসাবে মনমোহন সিংয়ের মৃত্যুর খবরে বর্তমানের এনডিএ সরকার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা।, ভারত সরকার যেমন এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সেখানে বীরভূম জেলা নৃত্য ও গান মেলা শুরু হয়েছে ২৬ শে ডিসেম্বর থেকে চলবে ৭ দিন পর্যন্ত। মেলার মধ্যেই দেখা গেল পর্যাপ্ত ভিড় কোনও দোকান বন্ধ হয়নি। সবচেয়ে আশ্চর্যের বিষয় যেখানে অনুষ্ঠান চলছে সেখানে মনমোহন সিংহের কোন ছবি দেওয়া হয়নি। মন থেকে না হোক লোক দেখানো করেও এখানে মনমোহন সিংয়ের একটি ফটো দিয়ে মালা পড়ালে কি ক্ষতি ছিল? সবচেয়ে আশ্চর্যের বিষযয় বীরভূমের সিউড়ি সদরের আইসি তাকে আমন্ত্রণ করে নিয়ে আসা হলো মঞ্চে। তাকে দেওয়া হল সম্বর্ধনা। কিছু কথা বলতেও তাকে অনুরোধ করলো সঞ্চালিকা। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় তিনি বক্তব্য রাখার সময় একবারের জন্যেও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নাম করলেন না। এটা কি ধরনের অবিচার? যখন মানুষ মারা যান তখন তার কোন রাজনৈতিক পরিচয় থাকে না। প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবেও তিনি দু চার কথা তার সম্বন্ধে বলতে পারতেন। আর যদি নাই জানেন তাহলে ইন্টারনেট ঘেঁটে দু চার কথা তো বলতে পারতেন। তাহলে অন্ততপক্ষে কিছুটা সম্মান জানানো হতো মনমোহন সিং কে। আর মঞ্চে যে সমস্ত গান বাজনা চলছে তা কি একদিনের জন্য বন্ধ করা যেত না? প্রশ্নটা থাকলো উদ্যোক্তাদের কাছে?

Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. অত্যন্ত খারাপ নিদর্শন হয়ে রইলো এই ঘটনাটি।

    ReplyDelete