বিশেষ নজরদারি , আট বিশেষজ্ঞ বেলপাহাড়িতে

অরণ্য, ঝাড়গ্রাম- ২১ ডিসেম্বর: বাঘের গতিবিধি নজরদারি করতে সুন্দর বন এবং গৌহাটি থেকে ৮জন বাঘ বিশেষজ্ঞ বেলপাহাড়িতে এসে পৌঁছান।  বাঘের অভিমুখ কাঁকড়াঝোড়ের দিকে। 

বনদফতরের  তরফে ময়ূরঝর্না,জুজারধারা, মেনিয়ারডি, জবালা,ওড়লি, ছুড়িমারা,দলদলি, আমলাশোল, কাঁকড়াঝোড় গ্রামে চরম সতর্কতা জারি। এলাকায় মাইকিং। এই সমস্ত গ্রাম সংলগ্ন জঙ্গলে ঢুকতে মানা।সমস্ত লজ এবং হোমস্টেকে সর্তক করে বলা হয়েছে  পর্যটকদের জঙ্গলে ঢুকতে নিষেধাজ্ঞা। এখনো বাঘকে নজরদারির মধ্যেই রাখা হয়েছে। জঙ্গল ছেড়ে যাতে লোকালয়ে খাবারের জন্য না ঢোকে তাই তার লোকেশান এর কাছা কাছি এলাকায় ছাড়া হচ্ছে ছাগল। 


প্রস্তুত রাখা হয়েছে একাধিক মোষ। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর উড়িষ্যার ট্রাঙ্কুইলাইজার টিম ঘটনাস্থলে রয়েছে। পাশাপাশি সুন্দরবন এবং গৌহাটি থেকে ৮জনের বিশেষজ্ঞ টিম পৌঁছেছে এলাকায়। বাঘের গতিবিধির উপর পর্যবেক্ষন করে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে ট্রাঙ্কুইলাইজ করার মত পরিস্থিতি আছে কিনা? ড্রোন উড়িয়ে বাঘের গতিবিধি এবং  ঐ এলাকায় কেউ প্রবেশ করছে কিনা তা নজরদারি চালাচ্ছে বনদফতর। পুলিশ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পার্শ্ববর্তী এলাকায় নজরদারি চালাচ্ছে।  একাধিক খাঁচার ব্যবস্থা রাখা হয়েছে। গ্রামবাসীদের বাসী বাঘের ভয়ে আতঙ্কে রয়েছে। বাড়ির  পোষ্যদের বাইরে ছাড়া হয়নি। তবে অহেতুক আতঙ্ক যাতে না ছড়ায়  তার জন্য সব রকম চেষ্টা করছে ফরেষ্ট এবং পুলিশ প্রশাসন।











Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.