দমকল ভবনে সাংবাদিক বৈঠক

 নিজেস্বসংবাদদাতা,২৪-ডিসেম্বর:

আগুন লাগার পর সেই  ঘটনাস্থলে ট্রাফিকের জন্য বা অন্য কারণে দ্রুত ফায়ার টেন্ডার (দমকলের ইঞ্জিন) পৌঁছতে যেন কোন দেরি না হয় সে বিষয়টি নিয়ে বিশদে  নিউটাউনের দমকল দপ্তরে কলকাতা, বিধান নগর, হাওড়া ও ব্যারাকপুরের পুলিশ কমিশনারদের সাথে বৈঠক করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বৈঠকে ছিলেন ডিজি ফায়ার, প্রিন্সিপাল সেক্রেটারি সহ দমকল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.