প্রয়াত বর্ষীয়ান প্রাক্তন প্রধান মন্ত্রী মনমোহন সিং

 দিব্যেন্দু মোহন গোস্বামী , বীরভূম-২৬শে ডিসেম্বর:

 

বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টা নাগাদ মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। বর্ষীয়ান এই কংগ্রেস নেতার রাজনৈতিক সফর একের পর এক অধ্যায়কে সামনে রাখে। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের মধ্যে একজন মনমোহন সিং। জাতীয় রাজনীতিতে তাঁর পদার্পণ রাজ্যসভার সদস্যপদের বড় ভূমিকা রয়েছে। তথ্য বলছে, ১৯৯১ সালে তিনি রাজ্যসভার সদস্য হন। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি বিরোধী দলনেতা ছিলেন।২০০৪ সালের ২২ মে তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। এই বর্ষীয়ান কংগ্রেস নেতা পর পর ২ বার প্রধানমন্ত্রীর পদে ছিলেন। পরবর্তীকালে তিনি ২০০৯ সালের ২২ মে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হতেই মনমোহন সিংকে ভর্তি করা হয় দিল্লি এইমসে। 


জানা যায়, তাঁকে সরাসরি দিল্লি এইমসের ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করা হয়। ১৯৯১ সালে, ডঃ মনমোহন সিং রাজ্যসভার সদস্য মনোমিত হন। সেই থেকেই তাঁর রাজনৈতিক ইনিংসের শুরু। এর চার মাসের মাথায় বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ পিভি নরসিমা রাও সরকারের অধীনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন। অসাধারণ মেধাবী মনমোহন সিং অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রথম হয়েছিলেন। এরপর তিনি কেমব্রিজে চলে যান এবং অবশেষে অক্সফোর্ড থেকে ডি ফিল অর্জন করেন। ভারতে উদার অর্থনীতির জনক ডঃ মনমোহন সিং।

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.