জেলায় প্রথম ডিজিটাল স্মার্ট ক্লাসরুম

অরণ্য, ঝাড়গ্রাম ২২শে ডিসেম্বর:


১০০বছরে পা রেখে সময়ের সাথে পথ চলতে শুরু হচ্ছে ডিজিটাল স্মার্ট ক্লাসরুমের। জেলায় প্রথম কোনো স্কুলে ডিজিটাল স্মার্ট ক্লাসরুম। পদিমা নারায়নচন্দ্র প্রাথমিক বিদ্যালয়। পথ চলা শুরু করেছিলো এলাকার কুসংস্কার, অশিক্ষা, কুসংস্কারে  অন্ধকার দুর করার লক্ষ্যে।   গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃখগেন্দ্র নাথ মাহাতর বিধায়ক তহবিলের অর্থানুকুল্যে ঝাড়গ্রাম জেলায় প্রথম  ডিজিটাল স্মার্ট ক্লাসরুম। গত ১০০বছর ধরে জঙ্গলমহলের সভ্যতা বহনকারি এই স্কুলের ছাত্র, ছাত্রী দের সময়ের সাথে এগিয়ে চলার জন্যই এই স্মার্ট ক্লাসরুমের সিদ্ধান্ত বলে জানান বিধায়ক ডাঃ খগেন্দ্র নাথ মাহাত। শতবর্ষে পা রাখা পদিমা নারায়ন চন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এবার থেকে স্মার্ট ক্লাসরুমে ক্লাস করবে। 

রাজ্য জুড়ে সরকারি প্রাথমিক বিদ্যলয়ে যখন স্টুডেন্ট কমছে, তখন গোপীবল্লভপুর ২ এর পদিমা গ্রামের এই প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষে স্টুডেন্ট চোখে পড়ার মতো।আজ শতবর্ষের অনুষ্ঠানে ডাক্তার বিধায়ক খগেন্দ্র নাথ মাহাতোর উপস্থিতিতে গ্রামবাসীরা পদযাত্রা করেন। আগামী দুদিন চলবে নানা ধরনের অনুষ্ঠান। ১৯২৪ সাল দেশ স্বাধীনের লক্ষ্যে তখন উত্তাল যুব সমাজ। সে সময় এই এলাকার শিক্ষিত কিছু যুবক উপলব্ধি করেন যে গ্রামে কুসংস্কার, অশিক্ষায় জর্জরিত।  শিক্ষার পরিবেশ তৈরী করতে না পাড়লে এলাকার উন্নয়ন সম্ভব নয়।   বাড়াতে হবে শিক্ষার মান। নারীদের শিক্ষার আলোয় আনতে হবে। সেই লক্ষ্যে এলাকার কিছু ঘোষ পরিবার এবং দাস পরিবারের সদস্যরা গ্রামে স্কুল তৈরীর পরিকল্পনা করেন। সুরেন্দ্র নাথ ঘোষের নেতৃত্বে গড়ে ওঠে পদিমা ও আঙার গেরিয়া গ্রামের মাঝে পদিমা নারায়ন চন্দ্র বিদ্যালয়। আজ যা শতবর্ষে পা রাখলো। এলাকার প্রথম স্কুলে শতবর্ষে আবার উল্লেখযোগ্য অবদান সময়ের সাথে পথ চলার লক্ষ্যে ডিজিটাল ক্লাসরুম।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.