দিব্যেন্দু মোহন গোস্বামী,বীরভূম-২৮ ডিসেম্বর:
আবাস যোজনায় বাড়ি পেলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষের স্বামী ও স্থানীয় তৃণমূল নেতা। আবাস যোজনা নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে সেই অভিযোগেই নতুন সংযোজন বীরভূমের নানুর ব্লকের দাসকল গ্রাম করেয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আলিগ্রামের ঘটনা। জানা গেছে নানুর ব্লকের আলীগ্রামের তৃণমূল নেতা ও প্রাক্তন উপপ্রধান প্রণব মন্ডলের নাম রয়েছে আবাস যোজনার লিস্টে এবং তার বাড়ির টাকাও নাকি ওই তৃণমূল নেতার একাউন্টে ঢুকেছে। অভিযোগ আলিগ্রামের এক গরীব পরিবার বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও আবাস যোজনায় বাড়ি পাননি একইসঙ্গে প্রতিবছর বর্ষাকালে ওই গরিব পরিবারের বাড়িতে জল ঢুকে যায়। বর্ষাকালে বেশি বৃষ্টি হলে আশ্রয় নিতে হয় অন্য জায়গায় কিন্তু সেই পরিবার বাড়ি না পাওয়াই তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। তাদের অভিযোগ আমরা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও বাড়ি পাইনি কিন্তু যাদের পাকা বাড়ি রয়েছে তারা বাড়ি পাচ্ছে।
কিভাবে পেল এই তৃণমূল নেতা বাড়ি এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী বাড়ি পেলেও বাড়ি পাচ্ছেন না বাড়ি পাওয়ার যোগ্য মানুষজনেরা। কোথাও কি প্রশাসনিক গাফিলতিতে এমনটা হচ্ছে যদিও এ বিষয়ে নানুর ব্লকের বিডিও সন্দীপ সিংহ রায় জানান যে এই লিস্টে যাদের নাম এসেছিল সেগুলোকে সার্ভে করে দেখে তারপর বাড়ি দেওয়া হচ্ছে যদিও স্থানীয় বিদ্যুৎ কর্মাধ্যক্ষের স্বামী বাড়ি পাওয়া নিয়ে বিডিও বলেন বিষয়টি আমার কাছে এখন অজানা যদি ঘটনা সত্যি হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আর এ বিষয়ে তৃণমূলকে একহাত নিয়েছেন বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সন্ন্যাসী চরণ মন্ডল। বিজেপি সভাপতি বলেন এটাই তৃণমূলের কালচার। সঠিক উপভক্তরা বাড়ি পাবেনা তৃণমূল নেতারা এই বাড়ি পাবে। তৃণমূলের নেতাদের বাড়ি দেওয়ার জন্যই এই বাংলা আবাস যোজনায় বাড়ি দিতে শুরু করেছে।
দিব্যেন্দু মোহন গোস্বামী রিপোর্ট তারাপীঠ ----- পশ্চিমবঙ্গ
ঠিকই তো আছে!!এর বেশি আর কি হবে??
ReplyDelete