অরণ্য,ঝাড়গ্রাম-১১ই আগষ্ট:
ক্ষদিরামের আত্মবলিদান দিবসটি মনে রাখেনি অনেকেই। ঝাড়গ্রামে এসএফআই এর তরফে সেই দায়িত্বই পালনে রাস্তায় নেমেছে এসএফআই এর সদস্যরা। ক্ষুদিরামের আত্মবলিদান, ত্যাগের উদাহরণ তুলে ধরতে আজ এই দিবসটিতে তারা একাধিক কর্মসূচী নিয়েছে।
সকালে থেকে ঝাড়গ্রাম জেলখানার মোড়ে অবস্থিত শহীদ ক্ষুদিরামের আবক্ষ মূর্তিতে আজ তাঁর আত্মবলিদান দিবসে এস এফ আই, ঝাড়গ্রাম জেলা কমিটির উদ্যোগে মাল্যদান, বক্তব্য, গান সহ সারাদিন ব্যাপী পথ চলতি মানুষজনদের ব্যাচ পরিধান কর্মসূচী চলে। বর্তমান অবস্থায় মানুষের আরো কাছে পৌঁছানোর লক্ষ্যে এসএফআই এর এই জনসংযোগ কর্মসূচী।