অরণ্য, ঝাড়গ্রাম- ১৩ ই আগষ্ট :
আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া মৃত্যুর ঘটনায় আজ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় ঘটনার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ দেখানো হয়। ঝাড়গ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ প্রতিবাদ করেন সিপিএম। ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি এলাকায় একটি মিছিল করে প্রতিবাদ জানায় হিন্দু বাঁচাও কমিটির সদস্যরা।
গোপীবল্লভপুর সুপারস্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবা চালু রেখে প্রতিবাদ জানায় কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের সাঁকরাইল থানার সামনে প্রতিবাদ জানায় সিপিআইএম কর্মীরা। ঝাড়গ্রাম শহরে বিকেলে কলেজের কিছু স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তাররা মিছিল করে প্রতিবাদ জানান।