আগামিকাল রেল অবরোধের ডাক দিলেন আইনজীবীরা

 অরণ্য, ঝাড়গ্রাম-১৪ই আগষ্ট:


১৫ ই আগস্ট রেল অবরোধের ডাক দিলেন আইনজীবীরা সহ ঝাড়গ্রামবাসী। আগামী ১৫ ই আগস্ট ঝাড়গ্রাম ব্লকের সরডিহা  স্টেশনে একাধিক দাবি দাওয়া নিয়ে রেল অবরোধের  ডাক দিলেন আইনজীবীরা। তাদের দাবি গুলির মধ্যে অন্যতম দাবি গুলি হলো করোনার সময় বন্ধ করে দেওয়া  টাটা প্যাসেঞ্জার , জঙ্গল মহল লোকাল সহ যে ট্রেন গুলি বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ট্রেন গুলিকে পুনরায় চালু করতে হবে, সরডিহা  স্টেশনে স্টিল এক্সপ্রেস ট্রেনের  স্টপেজ  দিতে হবে। ঝাড়গ্রাম আদালতের আইনজীবী অবনী  বলেন করোনার  সময় বন্ধ করে দেওয়া ট্রেন গুলি কে চালু করার জন্য এবং স্টিল এক্সপ্রেস  ট্রেন কে সরডিহা  স্টেশনে স্টপেজ  দেওয়ার দাবি জানিয়ে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর শাখার ডি আর এম কে, বর্তমান  রেল মন্ত্রীকে লিখিত ভাবে জানানো হয়েছে। 

কিন্তু রেলের কাছ থেকে কোন উত্তর পাওয়া যায় নি। ঝাড়গ্রাম জেলা হয়েছে, ঝাড়গ্রাম জেলা আদালত হয়েছে, ঝাড়গ্রামে মেডিক্যাল  কলেজ ও হাসপাতাল  রয়েছে। কিন্তু হাতে গোনা কয়েক টি ট্রেন সরডিহা, ঝাড়গ্রাম স্টেশনে  দাঁড়ায়। যার ফলে সমস্যায় পড়েছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। তাই বার বার রেল কর্তৃপক্ষ কে লিখিত ভাবে জানানো সত্বেও বন্ধ করে দেওয়া ট্রেন গুলি এখনো চালু করেনি। তাই ওই ট্রেন গুলি চালু করার দাবিতে এবং সরডিহা স্টেশনে স্টিল এক্সপ্রেস ট্রেনের  স্টপেজ  দেওয়ার দাবিতে আগামী ১৫ ই আগস্ট  ভারতের ৭৮তম  স্বাধীনতা  দিবস উদযাপন অনুষ্ঠানের দিন সরডিহা স্টেশনে রেল অবরোধ এর ডাক দেওয়া হয়েছে। তিনি ওই রেল অবরোধ কর্মসূচিতে সর্বস্তরের  মানুষকে সামিল হওয়ার জন্য আহ্বান জানান।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.