চোখের ওষুধের বদলে পেটব্যাথার ওষুধ দিলো ফার্ম্মেসী

অরণ্য, ঝাড়গ্রাম- ২রা আগষ্ট:

ঝাড়গ্রাম সুপারস্পেশালিটি হাসপাতালে চোখের অপারেশনের পর, চোখের ওষুধের বদলে পেটব্যাথার ওষুধ দিলো  ফার্ম্মেসী।   সরকারি হাসপাতালে ছানি অপারেশনের পর চোখের ড্রপ লিখে দিয়েছেন সংশ্লিষ্ট ডাক্তার। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফার্মেসি কাউন্টার থেকে মেলে সেই ফ্রি ওষুধও। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই সরল বিশ্বাসে তা ব্যবহার করেন ঝাড়গ্রাম শহরের শিরিষচক এলাকার বাসিন্দা হাঁসি দাস। আর তারপরেই বিপত্তি। 

অভিযোগ, নির্ধারিত চোখের ড্রপের বদলে, দেওয়া হয়েছে বাচ্চাদের পেটের ব্যাথা উপশমের ওষুধ। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি বিষয়টি সম্পর্কে অবগত হয়ে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন।এদিকে লিখিতভাবে দু-দুবার অভিযোগ পত্র কিন্তু জমা দিয়েছেন ভুক্তভোগী প্রৌঢ়া।জেলা শাসকের দপ্তরে জানিয়েছেন অভিযোগ।তবে স্বাস্থ্য দপ্তর থেকে এখন কোনও ডাক পাননি। এরই মাঝে চোখের মনিতে ব্যথা বাড়তে থাকায় বেড়েছে দুশ্চিন্তাও। সরকারি হাসপাতালে চিকিৎসা বিভ্রাটের নজির মোটেই নতুন নয়। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের সাম্প্রতিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.