অরণ্য, ঝাড়গ্রাম - ৮ই জুলাই :
মূল অভিযুক্ত এখনো অধরা। ঝাড়গ্রামে গনপিটুনির ঘটনায় ধরা পড়েনি অভিযুক্ত। ধৃত দুই অভিযুক্তর জামিন নাকচ করে আজ জেল হেপাজতের নির্দেশ দিলেন মহামান্য আদালত। ঝাড়গ্রামের জামবনীতে গনপটুনির ঘটনায় দুই অভিযুক্তদের ৭ দিন পুলিশ হেফাজতের পর আজ আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্ত ২ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
গত কয়েক দিন আগে ঝাড়গ্রামের খাটকুড়া এলাকায় চোর সন্দেহে গনপিটুনিতে ২৩ বছরের এক যুবক সৌরভ সাউ এর মৃত্য হয়। আশঙ্কাজনক অবস্থায় অক্ষয় মাহাত চিকিৎসাধীন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনায় ঠিকাদার সংস্থার মালিক রাকেস আগরওয়াল গা ঢাকা দিয়েছেন। তার গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে মৃত সৌরভের পরিবার।অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।