গনপিটুনির উদ্দেশ্য কি? শুধুমাত্র চুরি ?

 অরণ্য, ঝাড়গ্রাম-১লা জুলাই:

অশান্তির পরিবেশ তৈরী করতেই কি গনপিটুনির ঘটনা?অভিযুক্তদের উদ্দেশ্য কি ছিল। অভিযোগ মৃত সৌরভের মা প্রতিমা সাউ, এবং তার আত্মীয় অপর্না দত্তর। শুধুমাত্র চুরি? না এর পেছনে আসলে এলাকায় অশান্তির বাতাবরন তৈরী করে বেআইনি ভাবে জমি ও খনিজ সম্পদ বিক্রির জন্য অশান্তির পরিবেশ তৈরী করার লক্ষে এই মারধোর এবং খুন কিনা সেটাই এই মুহুর্তে তদন্ত করে দেখছে পুলিশ। কারন গনপিটুনির ঘটনায় অভিযুক্ত মহেন্দ্র মিত্তল জানায় তাদের কোনো জিনিস চুরি যায়নি। তাদের মেশিন ও ঠিক চলছিলো। তাহলে প্রশ্ন এদের গন পিটুনি দেওয়া হল কেনো? সম্প্রতি মুখ্যমন্ত্রীও আশঙ্কা প্রকাশ করেছেন বহিরাগত রা এসে রাজ্যে অশান্তির বাতাবরন তৈরী করতে চাইছে। 

ঝাড়গ্রামের ঘটনার পেছনেও এই রকম কোনো ঘটনা কিনা সেটাই এই মূহুর্তে তদন্ত করছে পুলিশ। মৃতের মা এবং বোন সরাসরি অভিযোগ করেছে অভিযুক্ত ভিন রাজ্যের বাসীন্দারা এলাকায় বেআইনি ব্যবসা চালানোর জন্য অশান্তির বাতাবরন তৈরী করতে তাদের ছেলেকে খুন করেছে। পুলিশ সঠিক তদন্ত করলে সত্য সামনে আসবে। গত ২২তারিখ জাম্বনী থানার খাটকুরা এলাকায় সৌরভ সহু এবং অক্ষয় মাহাত কে মারধোর করে ঠিকাদার সংস্থার লোকজন। জাম্বনী থানা খবর পেয়ে উদ্ধার করে নিয়ে আসে। তাদের প্রথমে চিল্কিগড় এবং পরে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ তারিখ মারা যায় সৌরভ। গুরুতর আহত অবস্থায় অক্ষয় মাহাত হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হলে ৭দিনের পুলিশি হেপাজত এর নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ৩০২/৩৪১/৩৩৫/৩০৭/৩৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.