ডায়ালিসিস ইউনিট চালু হল নয়াগ্ৰাম সুপার স্পেশালিটিতে

 অরণ্য, ঝাড়গ্রাম -২৬শে জুলাই :

অবশেষে সমস্যার সমাধান। নয়াগ্ৰাম বিধানসভা এলাকা সহ পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাবাসীর কাছে সুখবর। এলাকার কিডনি সংক্রান্ত মরনাপন্ন রোগীদের সুবিধার কথা ভেবে নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল ডায়ালিসিস ইউনিট।  কিডনি নিয়ে কোনো সমস্যা হলে মাথায় হাত পড়তো নয়াগ্রাম এলাকার মানুষের। কারণ প্রায় ৯০ কিমির মধ্যে কিডনির ডায়লাসিসের কোনো ব্যবস্থা ছিলো না। ডায়লসিস করতে নিয়ে যেতে হত হয় মেদিনীপুর অথবা ঝাড়গ্রামে। রুগির সাথে পরিজনদেরও হায়রানির শিকার হতে হত। পিপিপি মডেলে পাঁচ বেডের এই ডায়ালিসিস ইউনিট আগামী দিনে এলাকার দুস্থ পরিবারের রোগীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে আশা ঝাড়গ্ৰাম জেলা স্বাস্থ্য দফতরের। 

নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের এই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন ঝাড়গ্ৰাম জেলা স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদা। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার ডাক্তার দেবাশীষ মাহাত , নয়াগ্ৰাম ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শান্তনু টুডু প্রমুখ । মোট পাঁচটি  বেডের মধ্যে এদিন প্রথম দিনে একজন রোগীকে দিয়ে পরিষেবা চালু হয়েছে। নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতাল মূলত ঝাড়গ্ৰামে জেলা তথা জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এলাকার মুমূর্ষু রোগীদের কাছে ডায়ালিসিসের মতো উন্নত চিকিৎসা দূর অস্ত। তবে এই পরিষেবা আগামী দিনে অনেক গরীব পরিবারের রোগীর জীবন বাঁচাবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.