নিজেস্বসংবাদদাত, শিলিগুড়ি ১৭ই জুন:
শিয়ালদহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের দু’টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর। চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে রেলমন্ত্রী উপস্থিত। নিহত ৯জন গুরুতর আহত ৫০ এর উপর। শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছে, তার মাঝে এই দুর্ঘটনায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে।
যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই। ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী পৌঁছে আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিক্যাল জান । প্রাথমিক ভাবে জানা যায় সিগন্যাল ফেল করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। সেই সময়ে মালগাড়ির স্পিড ছিল ৭৮কি.মি./ঘন্টায়।প্রধানমন্ত্রী ও শোকবার্তা পাঠিয়েছেন নিহতদের পরিবারকে ও আহতদের।