পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ ,প্রতিবাদে CPIM

নিজেস্বসংবাদদাতা ,কাঁচরাপাড়া- ৩০শে জুন:

বিকল্প ব্যবস্থা এবং পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের বিরুদ্ধে ও বহিরাগত আওয়াজ তুলে বিভেদের ঘৃণ্য রাজনীতি।  উচ্ছেদের নামে ব্যক্তিগত রাজনৈতিক আকাঙ্ক্ষা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার বিরুদ্ধে, CPIM, কাঁচরাপাড়া এরিয়া কমিটির ডাকে এক প্রতিবাদ সভার ও    মিছিল করা হয় কাঁচরাপাড়া কলেজ মোড়ে ।


কাঁচরাপাড়া কলেজ মোড় থেকে লক্ষী সিনেমা, গান্ধী মোড়, হয়ে থানার মোড় পর্যন্ত এবং থানার সম্মুখে সভা এবং ডেপুটেশন দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন কমরেড গার্গী চ্যাটার্জী, দেবাশীষ রক্ষিত, সুকান্ত রক্ষিত, অজয় নন্দী, দেবর্ষি সোম, রূপঙ্কর বসু, রাজকুমার প্রসাদ এবং সভাপতিত্ব করেন কমরেড শম্ভু চ্যাটার্জী। সভা এবং মিছিলে মানুষের  উপস্থিতি ছিল চোখে পড়ার মতন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.