বিশ্ব মাদক প্রতিরোধ দিবস

 নিজেস্বসংবাদদাত, বীজপুর- ২৬শে জুন:

বীজপুর থানার উদ্যোগে এবং ক্লাব সমন্বয় কমিটির সহযোগিতায় আয়োজিত হল বিশ্ব মাদক প্রতিরোধ দিবস। এদিন প্রথমেই কাঁচরাপাড়া কলেজ মোড় থেকে রেল ইনস্টিটিউট পর্যন্ত কাঁচরাপাড়া চৌদ্দটি স্কুল ও একটি কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক পদযাত্রা আয়োজিত হয়। 

এরপর রেল ইনস্টিটিউটে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস, এসিপি বীজপুর জয়প্রকাশ পান্ডে, ব্যারাকপুরের কমিউনিটি পুলিশিং উইংয়ের ওসি অনসূয়া চক্রবর্তী, বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অংশুমান চক্রবর্তী, মেজ বাবু এসআই স্বরূপ মুখার্জী, এসআই লোকনাথ সাহা, ক্লাব সমন্বয় কমিটির সভাপতি ও সম্পাদক সহ সকল সদস্য এবং সকল পুলিশকর্মীরা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.