প্রধানমন্ত্রী আশার আগে প্রস্তুতি তুঙ্গে

 অরণ্য, ঝাড়গ্রাম - ১৮ই মে:

ঝাড়গ্রামের বিজেপির সিট বাঁচাতে ভরসা মোদী। আগামী ২০ তারিখ বিজেপি প্রার্থীর  প্রচারে ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভা করবেন প্রধানমন্ত্রী। তার আগে  প্রস্তুতি তুঙ্গে। সকাল সকাল ঝাড়গ্রামে নবনির্মিত ডিএম অফিস চত্ত্বর মাঠে চপার ল্যান্ড করে। গোটা জায়গাটা পর্যবেক্ষন করে বিশেষ নিরাপত্তা বাহিনী। পাশাপাশি ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভাস্থল পর্যবেক্ষন করেন বিজেপি রাজ্য নেতৃত্ব এবং প্রার্থীরা। গতকাল থেকেই কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির সংগঠন সম্পাদক বি.এল. সন্তোষ, কেন্দ্রীয় মন্ত্রী ভি. মুরলী ধরন এবং রাজ্য বিজেপির সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী, সতীস ধন সহ একাধিক নেতৃত্বে দফায় দফায় জেলার নেতা কর্মী দের নিয়ে মিটিং করেন। লক্ষ্য বিজেপির সাংগঠনিক অবস্থা মেরামত করে প্রধানমন্ত্রীর সভা স্থল ভারানো। রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চাট্টার্জ্জি বলেন মোদিজী আসছেন জঙ্গল মহলে তাকে দেখার জন্য লাখ লোকের সমাগম হবে বলে আশাবাদী। 

২০১৯ সালে এই সিট বিজেপি জয় লাভ করলেও তারপর বিধান সভায় ভরা ডুবি হয় বিজেপির। লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা সাতটি বিধান সভাই বিপুল ব্যবধানে জয়লাভ করে তৃনমূল। তার পর পঞ্চায়েতেও ভরা ডুবি। এবার পঞ্চায়েতে জেলা পরিষদ একটিও সিট পায়নি বিজেপি। ৪ টা পঞ্চায়েত সমিতি এবং কিছু গ্রাম পঞ্চায়েত সিট পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। সংগঠনে গোষ্ঠী কোন্দল। সব মিলিয়ে প্রায় তলানিতে থাকা সংগঠনকে ফের মোদীর সভাকে সামনে রেখে চাঙ্গা করতে চাইছে বিজেপি। তারি জন্য কেন্দ্রীয় এবং রাজ্যস্তরীয় নেতারা দফায় দফায় প্রস্তুতি মিটিং করে চলেছেন। প্রচারে এবং পরিসংখ্যানে  এগিয়ে থাকা তৃনমূলকে পেছনে ফেলত প্রধান মন্ত্রীর সভাকেই পাখির চোখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভা ঘিরেই জেলা বিজেপি সঙ্কট মুক্ত হতে চাইছে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.